সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয় দলিত হিসাবে প্রধান বিচারপতি হয়েছেন বিআর গাভাই। বুধবার শপথ নিয়েছেন তিনি। তারপরেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। তাঁদের সম্ভাষণের জবাবে 'জয় ভীম' স্লোগান দিয়েছেন প্রধান বিচারপতি গাভাই। উল্লেখ্য, দলিত অধিকার আন্দোলনের স্লোগান হিসাবে 'জয় ভীম' বহুল প্রচলিত। প্রধান বিচারপতি হয়ে নিজের দলিত পরিচয়কে তুলে ধরলেন গাভাই।
বুধবার দেশের ৫২তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন বিচারপতি বিআর গাভাই। বুধবার রাষ্ট্রপতি ভবনে শপথ নিয়েছেন তিনি। প্রথম বৌদ্ধ হিসাবে ভারতের প্রধান বিচারপতি হয়েছেন গাভাই। শপথগ্রহণ শেষ হওয়ার পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে অনেকেই। রাষ্ট্রপতি ভবন থেকে সুপ্রিম কোর্টে যান সদ্য শপথ নেওয়া প্রধান বিচারপতি। বি আর আম্বেদকরের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সেখানেই গাভাইকে স্বাগত জানান আইনজীবী-সহ অন্যান্যরা। তাঁদের সম্ভাষণের জবাবেই প্রধান বিচারপতি বলেন, 'জয় ভীম।'
রীতি অনুযায়ী আইন মন্ত্রক প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে তাঁর উত্তরসূরির নাম প্রস্তাবের আহ্বান করেছিল। সেই মতো বিচারপতি খান্না বিআর গাভাইয়ের নাম প্রস্তাব করেছিলেন। আগামী ছ’মাসের জন্য দেশের প্রধান বিচারপতি হবেন গাভাই। চলতি বছরে নভেম্বর মাসে অবসর নেবেন তিনি। বিচারপতি বালাকৃষ্ণনের পরে দেশের দ্বিতীয় দলিত প্রধান বিচারপতি হচ্ছেন বিআর গাভাই। প্রথম বৌদ্ধ হিসাবে তিনি প্রধান বিচারপতি হলেন।
২০০৩ সালে বম্বে হাই কোর্টের অতিরিক্ত বিচারপতি নিযুক্ত হন গাভাই। ২০০৫ সালে স্থায়ী পদ পান তিনি। ২০১৯ সাল থেকে তিনি শীর্ষ আদালতের বিচারপতি হিসাবে দায়িত্ব নেন। নোটবন্দি থেকে শুরু করে ইলেক্টোরাল বন্ডের মতো অন্তত ৩০০টি মামলার যুক্ত ছিলেন তিনি। এবার আগামী ছ’মাস তিনি দেশের প্রধান বিচারপতির দায়িত্ব সামলাবেন।
