সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার আনুষ্ঠানিক অবসর নিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। এদিন সকালে তিনি আদালতের ‘সেলিমনিয়াল বেঞ্চ’-এ তাঁর শেষ ভাষণ দিলেন। বলেন, "একবার আইনজীবী হয়ে গেলে, আপনি চিরকাল আইনজীবী হয়েই থাকবেন।" প্রশংসা করলেন দেশের পরবর্তী প্রধান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাইয়েরও।
তিনি বলেন, “শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমি বাক্যহারা। অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। একবার আইনজীবী হয়ে গেলে আপনি চিরকাল আইনজীবী হয়েই থাকবেন। বিচার বিভাগের উপর জনগণের যে আস্থা রয়েছে, তা অর্জন করতে হয়।” একইসঙ্গে তিনি জানান, বিভিন্ন জায়গা থেকে আইনজীবীরা সুপ্রিম কোর্টে আসেন। এই বৈচিত্র্যই বিচার বিভাগকে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। এরপরই তিনি গাভাইকে প্রশংসায় ভরিয়ে দেন। তাঁর কথায়, “গাভাইয়ের মতো একজন সৎ প্রধান বিচারপতিকে পেয়ে দেশ আপ্লুত। তিনি মৌলিক অধিকার এবং বিচার বিভাগের নিরপেক্ষতা অক্ষুণ্ণ রাখবেন।” প্রসঙ্গত, গত ছ'বছরে বিচারপতি খান্না বেশ কয়েকটি যুগান্তকারী রায়ের অংশ ছিলেন। যার মধ্যে অন্যতম হল ধারা ৩৭০, নির্বাচনী বন্ড এবং ইভিএম-ভিভিপ্যাড মামলা।
উল্লেখ্য, বুধবার দেশের প্রধান বিচারপতি হিসাবে শপথ নেবেন বিআর গাভাই। ঠিক তার আগের দিন, অর্থাৎ মঙ্গলবার দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন বিচারপতি সঞ্জীব খান্না। রীতি অনুযায়ী আইন মন্ত্রক প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে তাঁর উত্তরসূরির নাম প্রস্তাবের আহ্বান করেছিল। সেই মতো বিচারপতি খান্না বিআর গাভাইয়ের নাম প্রস্তাব করেছিলেন। আগামী ছ'মাসের জন্য দেশের প্রধান বিচারপতি হবেন গাভাই। চলতি বছরে নভেম্বর মাসে অবসর নেবেন তিনি। বিচারপতি বালাকৃষ্ণনের পরে দেশের দ্বিতীয় দলিত প্রধান বিচারপতি হচ্ছেন বিআর গাভাই।
