shono
Advertisement
Kedarnath

কেদারনাথে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত পাইলট, দু’মাস আগেই হয়েছিলেন যমজ সন্তানের বাবা

১৫ বছর সেনায় কর্মরত থাকার পর ২০২৪ সালে লেফটেন্যান্ট কর্নেল পদ থেকে অবসর নেন।
Published By: Gopi Krishna SamantaPosted: 03:43 PM Jun 15, 2025Updated: 03:45 PM Jun 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার সকালে কেদারনাথ থেকে যাত্রী নিয়ে ফেরার পথে ৬ জন যাত্রী ও পাইলটের মৃত্যুর খবর ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে। দুর্ঘটনার মৃত হেলিকপ্টারের ক্যাপ্টেন রাজবীর সিং চৌহান ছিলেন একজন অবসরপ্রাপ্ত সেনাকর্মী। দু’মাস আগেই যমজ সন্তানের বাবা হন তিনি। রাজবীরের স্ত্রী বর্তমানে ভারতীয় সেনার কর্মরত রয়েছেন।

Advertisement

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, রাজস্থানের জয়পুরের বাসিন্দা ছিলেন ক্যাপ্টেন রাজবীর। ১৫ বছর সেনায় কর্মরত থাকার পর ২০২৪ সালে লেফটেন্যান্ট কর্নেল পদ থেকে অবসর নেন। এরপর থেকেই বিমান ও হেলিকপ্টার চালানোয় দক্ষ ক্যাপ্টেন রাজবীর যোগ দেন কেদারনাথে একটি বেসরকারি হেলিকপ্টার পরিষেবা সংস্থায়। জানা গিয়েছে, কর্নেল রাজবীর ভারতীয় সেনাবাহিনীতে থাকার সময় একাধিক বিমান উড়িয়েছিলেন। হেলিকপ্টার পরিচালনা ও রক্ষণাবেক্ষণের প্রশিক্ষণ পেয়েছিলেন। ২০০০ ঘণ্টা হেলিকপ্টার ওড়ানোর অভিজ্ঞতা ছিল কর্নেল রাজবীরের।

আহমেদাবাদের রেশ কাটতে না কাটতে রবিবার উত্তরাখণ্ডে দুর্ঘটনার কবলে পরে একটি হেলিকপ্টার। কেদারনাথ থেকে গুপ্তকাশী যাওয়ার পথে আরিয়ান এভিয়েশনের ওই হেলিকপ্টারটি গৌরীকুণ্ডের জঙ্গলে ভেঙে পড়ে। দুর্ঘটনার পর উদ্ধারকাজ শুরু করেছে এনডিআরএফ (NDRF) এবং এসডিআরএফ (SDRF)। উত্তরাখণ্ড পুলিশের আইজি (আইনশৃঙ্খলা) নীলেশ ভার্নে জানিয়েছেন, এই হেলিকপ্টার দুর্ঘটনায় পাইলট-সহ সাত জনের মৃত্যু হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিবার সকালে কেদারনাথ থেকে যাত্রী নিয়ে ফেরার পথে ৬ জন যাত্রী ও পাইলটের মৃত্যুর খবর ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে।
  • দুর্ঘটনার মৃত হেলিকপ্টারের ক্যাপ্টেন রাজবীর সিং চৌহান ছিলেন একজন অবসরপ্রাপ্ত সেনাকর্মী।
  • দু’মাস আগেই যমজ সন্তানের বাবা হন তিনি।
Advertisement