shono
Advertisement
CJI Sanjiv Khanna

প্রকাশ্যে সুপ্রিম বিচারপতিদের সম্পত্তির খতিয়ান, কত সম্পত্তির মালিক দেশের প্রধান বিচারপতি?

সুপ্রিম কোর্টের ভাবী প্রধান বিচারপতি বিআর গাভাই।
Published By: Amit Kumar DasPosted: 12:58 PM May 06, 2025Updated: 02:00 PM May 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিচারপতিদের সম্পত্তি নিয়ে বিতর্কের পর অবশেষে প্রকাশ্যে এল সুপ্রিম কোর্টের বিচারপতিদের সম্পত্তির খতিয়ান। বর্তমানে শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা ৩৩ জন তাঁদের মধ্যে ২১ জনের সম্পত্তির হিসাব তুলে ধরা হল সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে। যেখানে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার পাশাপাশি ভাবী প্রধান বিচারপতি বিআর গাভাই সম্পত্তির বিস্তারিত তথ্য প্রকাশ্যে আনা হয়েছে।

Advertisement

প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে রয়েছে একটি মারুতি সুইফট গাড়ি। ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ৫৬ লক্ষ টাকা, পিপিএফ অ্যাকাউন্টে রয়েছে প্রায় ১ কোটি ৭ লক্ষ টাকা। জিপিএফ অ্যাকাউন্টে রয়েছে ১ কোটি ৭৭ লক্ষের কিছু বেশী টাকা, শেয়ার বাজারে রয়েছে ১৪ হাজার টাকা, সোনা রয়েছে ২৫০ গ্রাম, রুপো ২ কেজি। দিল্লিতে দুটি ও গুরুগ্রামে একটি ফ্ল্যাট রয়েছে। তাঁর স্ত্রীর কাছে রয়েছে ৭০০ গ্রাম সোনা ও ৫ কেজি রুপো।

পাশাপাশি দেশের ভাবি প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের তরফে যে হিসেব দেওয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে, মহারাষ্ট্রের অমরাবতীতে একটি বাড়ি ও দুটি চাষযোগ্য জমি রয়েছে। মুম্বইয়ের বান্দ্রা ও দিল্লির ডিফেন্স কলোনিতে রয়েছে একটি করে অ্যাপার্টমেন্ট, নাগপুরের কটোলে রয়েছে কৃষিজমি। এছাড়া তাঁর পিপিএফ অ্যাকাউন্টে রয়েছে ৬ লক্ষ ৫৯ হাজার টাকা, জিপিএফ-এ রয়েছে ৩৫ লক্ষ ৮৬ হাজার ৭৩৬ টাকা, অন্য আরএকটি অ্যাকাউন্টে প্রায় ৩২ হাজার টাকা রয়েছে। পাশাপাশি প্রায় ৫ লক্ষ ২৬ হাজার টাকা সোনা, ৬১,৩২০ টাকা নগদ, দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ১৯ লক্ষ ৬৪ হাজার ও ৫৪ লক্ষ ৮৭ হাজার টাকা রয়েছে। মুম্বই ও দিল্লির ফ্ল্যাটে ৭ লক্ষ ও ১৭ লক্ষ টাকা করে সিকিউরিটি ডিপোজিট রয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দিল্লি হাই কোর্টের বিচারপতি যশবন্ত শর্মার বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় প্রশ্নের মুখে পড়তে হয় বিচার ব্যবস্থা। তীব্র বিতর্কের জেরে গত ১ এপ্রিল শীর্ষ আদালতের সব বিচারপতিদের উপস্থিতিতে এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, এখন থেকে প্রকাশ্যে আনা হবে বিচারপতিদের সম্পত্তির হিসেব। এই সিদ্ধান্তের এক মাস কাটতে না কাটতেই প্রকাশ্যে আনা হল দেশের প্রধান বিচারপতি-সহ শীর্ষ আদালতের ২১ জন বিচারপতির সম্পত্তির হিসেব। বাকি বিচারপতিদের সম্পত্তির তথ্যও ধাপে ধাপে প্রকাশ করা হবে বলে জানা যাচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিচারপতিদের সম্পত্তি নিয়ে বিতর্কের পর অবশেষে প্রকাশ্যে এল সুপ্রিম কোর্টের বিচারপতিদের সম্পত্তির খতিয়ান।
  • শীর্ষ আদালতের ২১ জন বিচারপতির সম্পত্তির হিসাব তুলে ধরা হল সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে।
  • প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার পাশাপাশি ভাবী প্রধান বিচারপতি বিআর গাভাই সম্পত্তির বিস্তারিত তথ্য প্রকাশ্যে এসেছে।
Advertisement