shono
Advertisement
Yogi Adityanath

মেলাশেষে নদীতট পরিষ্কারের কর্মসূচি, নেতৃত্বে মুখ্যমন্ত্রী যোগী

বৃহস্পতিবার গঙ্গা, যমুনা ও লুপ্ত সরস্বতী নদীকে পুজো করেন মুখ্যমন্ত্রী।
Published By: Hemant MaithilPosted: 04:46 PM Feb 27, 2025Updated: 04:50 PM Feb 27, 2025

হেমন্ত মৈথিল, লখনউ: ৪৫ দিন ধরে চলতে থাকা মহাকুম্ভ মেলা শেষ হয়েছে বুধবার। রাত পেরতেই প্রয়াগরাজে ফের উপস্থিত হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অংশ নিলেন নদীর ঘাট পরিষ্কারের কাজে। মহাকুম্ভ নগরের আরাইল ঘাটে তাঁকে দেখা গেল সাফাইকর্মীদের সঙ্গে নদীতটে কাজে অংশ নিতে। সঙ্গে ছিলেন তাঁর মন্ত্রীরাও। যোগীকে দেখা গেল ঘাটে রেখে যাওয়া পুণ্যার্থীদের পোশাক-সহ নানা সামগ্রী সরাতে। আর এভাবেই শুরু হল ঘাট সাফাইয়ের কর্মযজ্ঞ।

Advertisement

এই সাফাই কর্মসূচিতে অংশ নিতে ভাসমান জেটিতে করে সঙ্গমে আসেন যোগী ও তাঁর মন্ত্রীরা। প্রথমে গঙ্গা, যমুনা ও লুপ্ত সরস্বতী নদীকে পুজো করেন মুখ্যমন্ত্রী। গঙ্গার দুগ্ধাভিষেক করার পর গঙ্গা আরতিও করতে দেখা যায় তাঁকে। তিনি সাধারণ জনতার মঙ্গলকামনায় প্রার্থনাও করেন। পরে সাফাই কর্মীদের সম্মানিত করেন মুখ্যমন্ত্রী। সম্মানিত করেন কুম্ভের দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মীদেরও। পরে তাঁদের সঙ্গে দ্বিপ্রাহরিক আহারও সারেন তিনি।

উল্লেখ্যে, প্রয়াগরাজে এবারের মহাকুম্ভে কোটি কোটি মানুষ এসেছিলেন পুণ্যস্নান করতে। শেষদিন মহাশিবরাত্রি উপলক্ষে ছিল বাড়তি উৎসাহ। এই ভিড়ের মোকাবিলা করতে প্রশাসন প্রস্তুত বলে আগেই জানিয়েছিল যোগী সরকার। ফের যাতে কোনওরকম অঘটন না ঘটে তা নিশ্চিত করতে মরিয়া ছিলেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। পুণ্যার্থীদের যাতে কোনওরকম সমস্যায় না পড়তে হয় তা নিশ্চিত করতে সব রকম বন্দোবস্ত করা হয়। সতর্ক করা হয় পুলিশকেও। আর পুরো বিষয়টিই নজরে রেখেছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘ত্রিভুবনপতি ভগবান শিব এবং পবিত্র নদী মা গঙ্গা সকলের মঙ্গল করুন। এটাই আমার প্রার্থনা। হর হর মহাদেব।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ৪৫ দিন ধরে চলতে থাকা মহাকুম্ভ মেলা শেষ হয়েছে বুধবার।
  • রাত পেরতেই প্রয়াগরাজে ফের উপস্থিত হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অংশ নিলেন নদীর ঘাট পরিষ্কারের কাজে।
  • বৃহস্পতিবার গঙ্গা, যমুনা ও লুপ্ত সরস্বতী নদীকে পুজো করেন মুখ্যমন্ত্রী।
Advertisement