shono
Advertisement

Coronavirus: দেশে ফের সামান্য বাড়ল দৈনিক সংক্রমণ, চিন্তা বাড়াচ্ছে কেরল

ফের বাড়ছে অ্যাকটিভ কেস, তৃতীয় ঢেউয়ের দোরগোড়ায় ভারত?
Posted: 09:59 AM Jul 30, 2021Updated: 09:59 AM Jul 30, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে আছে ভারত! অন্তত গত কয়েকদিনের পরিসংখ্যান সেই আশঙ্কার দিকেই ইঙ্গিত করছে। গত ২৪ ঘণ্টায় দেশে ফের বেড়েছে দৈনিক সংক্রমণ। তবে, সবচেয়ে যেটা চিন্তার বিষয় সেটা হল কেরলে সংক্রমণ বৃদ্ধি। গত ২৪ ঘণ্টায় দেশের মোট সংক্রমণের প্রায় অর্ধেকই কেরলের। যার প্রভাব পড়ছে পাশের রাজ্য কর্ণাটকেও।

Advertisement

শুক্রবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৪ হাজার ২৩০ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে সামান্য হলেও বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৫ লক্ষ ৭২ হাজার ৩৪৪ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৪ লক্ষ ২৩ হাজার ২১৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৫৫ জনের। এই সংখ্যাটা অবশ্য আগের দিনের তুলনায় সামান্য কম।

[আরও পড়ুন: সপ্তাহান্তে সম্পূর্ণ লকডাউনের ঘোষণা কেরলে, পরিস্থিতি দেখতে পাঠানো হচ্ছে কেন্দ্রীয় দল]

স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪২ হাজার ৩৬০ জন। এই সংখ্যাটা আগের দিনের থেকে বেশ খানিকটা বেশি হলেও আক্রান্তের তুলনায় কম। অর্থাৎ, সামান্য হলেও কমেছে অ্যাকটিভ কেস। আপাতত চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪ লক্ষ ৫ হাজার ১৫৫ জন। যা মোট আক্রান্তের ১.৩০ শতাংশেরও কম। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৭ লক্ষ ৪৩ হাজারের বেশি মানুষ। ইতিমধ্যেই দেশে করোনা টিকা পেয়েছেন ৪৫ কোটি ৬০ লক্ষ ৩৩ হাজার ৭৫৪ জন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement