shono
Advertisement

উৎসবের মধ্যেই মিলছে স্বস্তি! আরও কমল করোনার দৈনিক সংক্রমণ ও মৃতের সংখ্যা

সক্রিয় রোগী মাত্র সাড়ে ৬ লক্ষ।
Posted: 10:02 AM Oct 25, 2020Updated: 10:12 AM Oct 25, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসব শুরুর আগে অনেকেই আশঙ্কা করছিলেন, এই উৎসবের মরশুমে দেশের করোনা সংক্রমণের গ্রাফ ফের ঊর্ধ্বমুখী হতে পারে। কিন্তু শুরুর এ ক’দিনে অন্তত তেমন কোনও লক্ষণ দেখা যায়নি। উলটে সংক্রমণ কমার ইঙ্গিত মিলছে নিয়মিত। গতকালই দেশে করোনায় মৃতের সংখ্যাটা গত ৯৮ দিনের মধ্যে সর্বনিম্ন ছিল। আজ তা আরও খানিকটা কমেছে। শুধু মৃত নয়, সংক্রমণের সংখ্যাটাও অনেকটা কমেছে গত ২৪ ঘণ্টায়।

Advertisement

সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান
বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৫০ হাজার ১২৯ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে প্রায় ৩ হাজার জন কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮ লক্ষ ৬৪ হাজার ৮১১ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যাটা আরও কমেছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৫৭৮ জনের। ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ১৮ হাজার ৫৩৪ জন।

[আরও পড়ুন: কবে বাজারে আসবে কোভ্যাক্সিন? দিনক্ষণ জানিয়ে দিল ভারত বায়োটেক]

সবচেয়ে বড় স্বস্তির খবর হল, দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন প্রায় ৬২ হাজার মানুষ। অর্থাৎ আক্রান্তের তুলনায় অনেকটা বেশি সুস্থ রোগীর সংখ্যা। এই মুহূর্তে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৬০ লক্ষ ৭৮ হাজার
১২৩ জন। সক্রিয় রোগীর সংখ্যা ৬ লক্ষ ৬৮ হাজার ১৫৪ জন। বহুদিন বাদে সক্রিয় রোগীর সংখ্যা ৭ লক্ষের নিচে নেমে এল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement