shono
Advertisement
Parvesh Verma

বাবা ছিলেন মুখ্যমন্ত্রী, মুসলিম বিদ্বেষী মন্তব্যে শিরোনামে, কেজরিকে হারানো প্রবেশই কি দিল্লির কুরসিতে?

প্রবেশের নিজেরও বহু সাফল্য রয়েছে দিল্লির রাজনীতিতে।
Published By: Subhajit MandalPosted: 04:24 PM Feb 08, 2025Updated: 06:05 PM Feb 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে পরিবারতন্ত্রের বিরুদ্ধে বিজেপির মূল লড়াই, এবার কি সেই পরিবারতন্ত্রের ফসলকেই দিল্লির মসনদে বসাতে চলেছে গেরুয়া শিবির? জল্পনা ক্রমশ জোরালো হচ্ছে। হবে না-ই বা কেন? দিল্লির ৩ বারের মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে তাঁরই ঘরের মাঠে হারিয়ে দিয়েছেন প্রবেশ (Parvesh Verma)। যা সাম্প্রতিক অতীতে ভারতীয় রাজনীতিতে সবচেয়ে বড় অঘটন।

Advertisement

নয়াদিল্লি আসন থেকে অরবিন্দ কেজরিওয়ালকে ৪,০৪৯ ভোটে হারিয়েছেন প্রবেশ। ওই কেন্দ্রের আর এক হেভিওয়েট প্রার্থী কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিত ওই কেন্দ্র থেকে মাত্র হাজার চারেক ভোটই পেয়েছেন। দুই হেভিওয়েটকে মাটি ধরানো এই প্রবেশ আসলে কে?

প্রবেশ একেবারেই রাজনীতিতে আনকোরা নন। বরং রাজনীতিটা তাঁর উত্তরাধিকার সূত্রে পাওয়া। দিল্লিরই প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন বিজেপি সহ-সভাপতি সাহিব সিং বর্মার ছেলে প্রবেশ। উত্তর ভারতের প্রভাবশালী জাঠ সম্প্রদায়ের অন্যতম বড় মুখ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন সাহিব সিং বর্মা। উত্তরাধিকার সূত্রে বাবার সেই লিগ্যাসি পেয়েছেন প্রবেশ। তাঁর কাকা আজাদ সিংও বিজেপির প্রভাবশালী নেতা ছিলেন। উত্তর দিল্লি পুরনিগমের মেয়র ছিলেন আজাদ সিং। প্রবেশের নিজের রাজনৈতিক সাফল্যও কম নয়। ২০১৩ সালের দিল্লি বিধানসভা নির্বাচনে মেহরাউলি আসন থেকে বিধায়ক হন প্রবেশ। পরের বছর অর্থাৎ ২০১৪ সালেই পশ্চিম দিল্লি লোকসভা কেন্দ্র থেকে জিতে সাংসদ হন। ২০১৯ সালেও ওই কেন্দ্র থেকে ৫.৭৮ লাখ ভোটে জিতেছিলেন প্রবেশ।

২০২৪ লোকসভা নির্বাচনে একপ্রকার অপ্রত্যাশিতভাবেই প্রবেশকে টিকিট দেয়নি বিজেপি। সেটার নেপথ্যে অবশ্য একাধিক বিতর্ক জড়িয়ে রয়েছে। এই প্রবেশ বর্মাই সিএএ- এনআরসি আন্দোলনের সময় এক ঘণ্টায় শাহিনবাগ 'খালি' করার হুঁশিয়ারি দেন তিনি। এমনকী প্রবেশকে এও বলতে শোনা যায়, "শাহিনবাগের আন্দোলনকারীরা হিন্দুদের জন্য বিপদের কারণ। বাড়িতে ঢুকে ধর্ষণ করে যাবে।" একের পর এক বিতর্কিত মন্তব্যের জন্যই সম্ভবত প্রবেশকে লোকসভায় টিকিট না দিয়ে রাজ্য রাজনীতিতে ফোকাস করার নির্দেশ দেয় বিজেপি। তখন থেকেই কেজরিওয়ালের আসন নয়াদিল্লিতে নজর দেন প্রবেশ। শেষে জায়ান্ট কিলিং।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কেজরিকে হারানো জায়ান্ট কিলারই কি এবার দিল্লির মসনদে? প্রবেশ দিল্লি বিজেপির প্রথম সারির নেতা। ভোটে জিতেছেন কেজরিকে হারিয়ে। জাঠদের মধ্যে তাঁর প্রভাব বিরাট। তাছাড়া দিল্লিতে মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে কারও নাম বিজেপির তরফে আগে থেকে ঘোষণা করা না হলেও প্রবেশের অনুগামীরা তাঁকেই হবু মুখ্যমন্ত্রী হিসাবে প্রচার করেছেন। ফলে মনে করা হচ্ছে প্রবেশের সম্ভাবনা উজ্জ্বল। যদিও তাঁর বিপক্ষে একটা ফ্যাক্টর রয়েছে। সেটা হল তাঁর পরিবারতান্ত্রিক পরিচয়। প্রবেশ ছাড়া বাঁশুরি স্বরাজ, স্মৃতি ইরানিদের মতো নামও শোনা যাচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী পদে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নয়াদিল্লি আসন থেকে অরবিন্দ কেজরিওয়ালকে ৪,০৪৯ ভোটে হারিয়েছেন প্রবেশ।
  • ওই কেন্দ্রের আর এক হেভিওয়েট প্রার্থী কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিত ওই কেন্দ্র থেকে মাত্র হাজার চারেক ভোটই পেয়েছেন।
  • প্রবেশ একেবারেই রাজনীতিতে আনকোরা নন।
Advertisement