shono
Advertisement
Delhi High Court

জেল থেকেই প্রতিদিন সংসদে! জেলবন্দি সাংসদ রশিদকে অনুমতি আদালতের

২০১৯ সাল থেকে দিল্লির তিহাড় জেলে বন্দি রয়েছেন রশিদ।
Published By: Kishore GhoshPosted: 07:56 PM Mar 26, 2025Updated: 08:00 PM Mar 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসবাদে অর্থ সাহায্য করার অভিযোগে জেলবন্দি জম্মু ও কাশ্মীরের বারামুলার সাংসদ আবদুল রশিদ শেখ ওরফে ইঞ্জিনিয়ার রশিদ। তিনি লোকসভার বাজেট অধিবেশনে যোগ দেওয়ার জন্য প্যারেলে মুক্তির আবেদন জানিয়েছিলেন দিল্লি হাই কোর্টে। আদালত সেই আবেদন মঞ্জুর না করলেও দ্বিতীয় পর্বের শেষ এক সপ্তাহে অধিবেশনে যোগ দেওয়ার বিষয়ে অনুমতি দিয়েছে। জেল থেকে পুলিশি পাহারায় লোকসভায় যাতায়াত করবেন রশিদ।

Advertisement

দুই বিচারপতি চন্দ্র ধারী সিং এবং অনুপ ভামভানী নির্দেশ দিয়েছেন, পরিস্থিতি ও জনতার প্রতি সাংসদের দায়িত্বের কথা মাথায় রেখে অধিবেশনের দ্বিতীয় পর্বে প্রতিদিন লোকসভায় যাবেন রশিদ। অধিবেশন শেষে আবার জেলে ফিরে আসবেন। ২৬ মার্চ থেকে ৬ এপ্রিল, এই পর্বে রশিদকে লোকসভার অধিবেশনে যোগ দেওয়ার অনুমতি দিয়েছে আদালত। আদালত আরও জানিয়েছে, সংসদের অধিবেশনে যোগ দেওয়ার জন্য জেলের বাইরে থেকে থাকাকালীন রশিদ কোনও ব্যক্তির সঙ্গে কথা বলতে পারবেন না। ব্যবহার করতে পারবেন না মোবাইল ফোন, ল্যান্ড লাইন কিংবা ইন্টারনেট। সংবাদমাধ্যমের সঙ্গেও কথা বলতে পারবেন না তিনি।

সন্ত্রাসবাদে অর্থ সাহায্যের মামলায় ২০১৯ সাল থেকে দিল্লির তিহাড় জেলে বন্দি রয়েছেন রশিদ। ওই মামলার তদন্ত করছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। হাই কোর্টে এনআইএ আশঙ্কা প্রকাশ করেছিল, সংসদের অধিবেশনে যোগদানের সুযোগ নিয়ে রশিদ পালিয়ে যেতে পারেন। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছেন দুই বিচারপতি। পাশাপাশি সংসদে যাতায়াতের সময় কড়া পুলিশি পাহারার নির্দেশ দিয়েছে আদালত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২৬ মার্চ থেকে ৬ এপ্রিল, এই পর্বে রশিদকে লোকসভার অধিবেশনে যোগ দেওয়ার অনুমতি দিয়েছে আদালত।
  • সন্ত্রাসবাদে অর্থ সাহায্যের মামলায় ২০১৯ সাল থেকে দিল্লির তিহাড় জেলে বন্দি রয়েছেন রশিদ।
Advertisement