shono
Advertisement
Gurugram

জল চাইলেও দেয়নি, 'অপরাধে' ৬ বছরের ছেলেকে দেওয়ালে মাথা ঠুকে খুন বাবার!

পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্ত যুবককে।
Published By: Kishore GhoshPosted: 09:00 PM May 11, 2025Updated: 09:00 PM May 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল চাইলেও দেয়নি ছয় বছরের ছেলে। তাতেই মাথা গরম হয়ে যায় মদ্যপ যুবকের। অভিযোগ, রাগে ছেলের মাথা দেওয়ালে একাধিকবার ঠুকে খুন করেন তিনি। গুরুগ্রামের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্ত যুবককে।

Advertisement

গুরুগ্রামের শক্তিনগরের অস্থায়ী বাসিন্দা অভিযুক্ত সুমন কুমার সিং। আসল বাড়ি বিহারের মুজাফ্ফরপুরে। পুলিশ জানিয়েছে, ৬ মে গুরুগ্রামের সরকারি হাসপাতাল সত্যম নামের একটি ছয় বছরের ছেলেকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে পিজিআইএমএস রোহতকে স্থানান্তরিত কর হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। শিশুর মা সেক্টর দশের থানায় এফআইআর দায়ের করেন।

এরপর তদন্তে নামে পুলিশ। শনিবার গ্রেপ্তার করা হয় অভিযুক্ত সুমন কুমার সিংকে। আদালতের নির্দেশ তাঁকে জেল হেফাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শ্রমিকের কাজ করেন। ৬ তারিখ কোনও কাজ না পেয়ে বাড়ি ফিরে এসেছিলেন। তখনই ঘটনাটি ঘটে। ছেলে সত্যমের কাছে জল চাইলে সে দিতে রাজি হয়নি। রাগে ফুঁসে উঠে ছেলের মাথা একাধিকবার দেওয়ালের সঙ্গে ঢুকে দেন মত্ত অবস্থায় থাকা সুমন। এর ফলেই হাসপাতালে চিকিৎাসাধীন অবস্থায় মৃত্যু হয় সত্যমের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গুরুগ্রামের শক্তিনগরের অস্থায়ী বাসিন্দা অভিযুক্ত সুমন কুমার সিং।
  • হাসপাতালে চিকিৎাসাধীন অবস্থায় মৃত্যু হয় সত্যমের।
Advertisement