সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থ একনাথ শিণ্ডে। মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী কুরসি নিয়ে টানাপোড়েনের মাঝেই সাতারায় নিজের গ্রামে চলে গিয়েছিলেন তিনি। আর সেখানে গিয়েই জ্বর, সর্দি-কাশি বাঁধিয়ে বসেছেন। গত দুদিন ধরেই তাঁর শরীর ভালো নেই। পর্যবেক্ষণে রাখা হয়েছে নেতাকে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা যাচ্ছে।
মহাজুটির জয়ের এক সপ্তাহ পেরিয়ে গিয়েছে। দু’দফায় দিন বদলের পর অবশেষে আগামী ৫ ডিসেম্বর আজাদ ময়দানে হতে চলেছে মহারাষ্ট্রের নয়া সরকারের শপথগ্রহণ। কিন্তু মুখ্যমন্ত্রী কে? এই প্রশ্নের স্পষ্ট জবাব এখনও মেলেনি। যদিও এক সংবাদমাধ্যমের দাবি, অজিত পওয়ার নাকি শনিবার পরিষ্কার করে দিয়েছেন বিজেপিই পাচ্ছে মুখ্যমন্ত্রীর পদ। বাকি দুই শরিক শিব সেনার শিণ্ডে শিবির ও এনসিপির অজিত পওয়ার শিবির পাবে উপমুখ্যমন্ত্রীর আসন। কিন্তু এই বিষয়ে যেহেতু এখনও কোনও ঘোষণা হয়নি, তাই সাসপেন্স অব্যাহতই রয়েছে। এর মধ্যেই জল্পনা বাড়াচ্ছে শিণ্ডের অসুস্থতা।
গত বৃহস্পতিবার রাতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ নিয়ে অচলাবস্থা কাটাতে শাহী দরবারে মেগা বৈঠকের পর মনে করা হচ্ছিল কাটতে চলেছে জট। শুক্রবার হওয়ার কথা ছিল মহাজুটির আর একটি বৈঠক। কিন্তু সেই বৈঠকই বাতিল হয়ে যায়। জানা যায়, ‘কেয়ারটেকার’ মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে আচমকাই চলে গিয়েছেন নিজের গ্রামে! এবার সেখান থেকেই খবর এল তাঁর অসুস্থতার।
শিণ্ডের আচমকাই গ্রামে ফিরে যাওয়ার পর থেকেই শুরু হয়েছে জল্পনা। তাহলে কি ফড়ণবিসের জন্য গদি ছাড়তে রাজি নন শিণ্ডে? তিনি কি তবে বিজেপির ভূমিকায় অসন্তুষ্ট? শিব সেনা (শিণ্ডে) নেতা উদয় সামন্ত বলছেন, “মুখ্যমন্ত্রী অসুস্থ। অমিত শাহর সঙ্গে সাক্ষাতের দিনও তিনি অসুস্থই ছিলেন। ঠান্ডা লেগেছে তাঁর। সেকারণেই তিনি গ্রামের বাড়িতে। এর পিছনে আর কোনও রাজনৈতিক কারণ নেই।” তাঁর সাফ কথা, ''উনি অসুস্থ, বিষণ্ণ নন।''
গত বুধবার শিণ্ডে বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমি স্পষ্ট করে জানিয়ে দিয়েছি যে আমি কোনও বাধা হয়ে দাঁড়াব না। তিনি যা বলবেন আমি সেটাই মেনে নেব।” যদিও তাঁর শিবিরের আর এক বিধায়ক সঞ্জয় শিরসাতের মতে, “একনাথ শিণ্ডেকে সামনে রেখেই বিধানসভা নির্বাচনে লড়া হয়েছিল। তাই তিনিই মুখ্যমন্ত্রী পদের দাবিদার। শিণ্ডে উপমুখ্যমন্ত্রীর পদ গ্রহণ করবেন না।” ফলে মুখ্যমন্ত্রীর পদ নিয়ে জট রইলই। শেষপর্যন্ত কী হবে তা সময়ই বলবে। তবে বিজেপিকেই শেষপর্যন্ত মসনদ ছেড়ে দিতে হলে মহাজুটির ভিতরে কোনও ফাটল তৈরি হবে কিনা তা নিয়েও আলোচনা চলছে।