সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে আগুনের আতঙ্ক ছড়াল বাণিজ্যনগরী মুম্বইয়ে। মুম্বইয়ের পরেল এলাকার হিন্দমাতা সিনেমার পাশে ক্রিস্টাল টাওয়ারে আগুন লাগে। প্রথমে লেভেল-২ আখ্যা দেওয়া হয় আগুনকে। ঘটনাস্থলে যায় দমকলের ১০টি ইঞ্জিন। কিন্তু পরে আগুন বাড়তে থাকলে তাকে লেভেল-৩ মাপের আগুন বলা হয়। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় ৪ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত অন্তত ১৪ জন। এখনও অনেকের বহুতলে আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
[মান্দসৌরে নাবালিকা ধর্ষণে ফাঁসির সাজা ২ দোষীর]
জানা গিয়েছে, সকাল আটটা নাগাদ ক্রিস্টাল টাওয়ারে আগুন লাগে। মেঘলা আবহাওয়ায় বহুতলের বেশিরভাগ বাসিন্দা ঘুমের মধ্যে ছিলেন। আগুন লাগার বিষয়টি যখন টের পান, তখন আর বের হওয়ার সুযোগ ছিল না। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে দমকলের ১০টি ইঞ্জিন। আসেন পুলিশ কর্মীরা। দমকলের পাশাপাশি মুম্বই পুলিশও উদ্ধারকাজে হাত লাগায়। সকাল সাড়ে দশটা নাগাদ আগুন নিয়্ন্ত্রণে আসে। ইতিমধ্যেই আটজন বাসিন্দাকে উদ্ধার করা হয়েছে আবাসন থেকে। প্রত্যেককে কেইএম হাসপাতালে পাঠানো হয়েছে। আগুনের আতঙ্ক ও ধোঁয়ার কারণেই অনেকে অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে। এখনও অনেকে বহুতলে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দমকল কর্মীরা আবাসনের ভিতরে প্রবেশ করেছেন।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর মাসে মুম্বয়ের কমলা মিলস এলাকার রুফটপ পাবে আগুন লাগার স্মৃতি এখনও টাটকা। মর্মান্তিক সে ঘটনায় ১৪ জন প্রাণ হারিয়েছিলেন। ঘটনার পর থেকে সুরক্ষা নিশ্চিত করতে একাধিক বিধিনিষেধ লাগু করে মুম্বই প্রশাসন। কিন্তু সে বিধিনিষেধ কতটা মানা হচ্ছে, তা নিয়ে ফের প্রশ্ন উঠে গেল ক্রিস্টাল টাওয়ারের ঘটনার পর।
[আধুনিকাদের নামে গুচ্ছের নিন্দা, বিতর্কে কেন্দ্রীয় বোর্ডের পাঠ্যবই]
The post মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুনে মৃত ৪, আহত একাধিক appeared first on Sangbad Pratidin.