shono
Advertisement
Delhi

দিল্লিতে শুটআউট, যুবককে লক্ষ্য করে চলল গুলি, পুরনো শত্রুতার জের?

অরুণ সুস্থ হলে তাঁর সঙ্গে কথা বলে গোট বিষয়টি পরিষ্কার হবে বলে মনে করছেন পুলিশকর্তারা।
Published By: Subhodeep MullickPosted: 06:07 PM May 15, 2025Updated: 06:07 PM May 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিতে শুটআউট। গুলিবিদ্ধ এক যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো শত্রুতার জেরেই এই হামলা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুর ১টা নগাদা দিল্লির ছতরপুর মেট্রো স্টেশনের কাছে গুলি চালানোর ঘটনাটি ঘটে। একটি চারচাকা গাড়ি করে অরুণ লোহিয়া নামে ওই যুবক স্টেশনের দিকে আসছিলেন। সেই সময়ে তাঁকে লক্ষ্য করে অতর্কিতে গুলি চালায় এক দুষ্কৃতী। রক্তাক্ত অবস্থায় গাড়ির ভিতরেই লুটিয়ে পড়েন অরুণ। গুলির শব্দে ছুটে আসেন আশপাশের স্থানীয়রা। কিন্তু ততক্ষণে সেখান থেকে চম্পট দেয় আততায়ী। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গুরুতর আহত অবস্থায় অরুণকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত তিনি সেখানেই চিকিৎসাধীন। 

কিন্তু কী কারণে এই হামলা? পুরনো শত্রুতা নাকি অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, আততায়ী অরুণকে চিনত। গ্রামের একটি জমি নিয়ে বহুদিন ধরেই তাঁদের মধ্যে বিবাদ চলছিল। পুলিশের অনুমান, সেই আক্রোশ থেকেই সে অরুণের উপর হামলা চালায়। তবে ঘটনার পর থেকে তার কোনও খোঁজ পাওয়া যায়নি। পুলিশ ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিল্লিতে শুটআউট।
  • গুলিবিদ্ধ এক যুবক।
  • আশঙ্কাজনক অবস্থায় তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
Advertisement