সোমনাথ রায়, নয়াদিল্লি: সাত মাস পর নয়া চেয়ারম্যান পেল জাতীয় মানবাধিকার কমিশন। দায়িত্ব নিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ভি রামসুব্রহ্মণ্যম। তিনি কমিশনের উনিশতম চেয়ারপার্সন। পাশাপাশি কমিশনের সদস্য হিসেবে জাতীয় শিশু অধিকার কমিশনের চেয়ারম্যান প্রিয়ঙ্ক কানুনগো এবং অবসরপ্রাপ্ত বিচারপতি ডা. বিদ্যুৎ রঞ্জন সারেঙ্গীকে নিয়োগ করলেন রাষ্ট্রপতি।
চলতি বছরের ১ জুন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদ থেকে অবসর নেন অরুণকুমার মিশ্র। তারপর থেকে ফাঁকাই পড়েছিল পদটি। এই পদে আসীন হওয়ার জন্য সুপ্রিম কোর্টের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নামও চর্চায় উঠে এসেছিল। কিন্তু অসত্য বলে সেই খবর উড়িয়ে দিয়েছিলেন আগেই। ফলে ফাঁকাই পড়েছিল পদটি। কমিশনের নয়া চেয়ারম্যানের নাম ঠিক করতে গত ১৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিরোধী দলনেতা রাহুল গান্ধী, রাজ্যসভার সাংসদ মল্লিকার্জুন খাড়গেরা বৈঠকে বসেছিলেন। সেখানেই সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ভি রামসুব্রহ্মণ্যমের নাম চূড়ান্ত হয়।
২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন কমিশনের নয়া চেয়ারম্যান। হিমাচল প্রদেশের হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবেও কাজ করেছেন তিনি। অন্ধ্রপ্রদেশে, তেলেঙ্গানা হাই কোর্টের বিচারপতিও ছিলেন। বিচারপতি থাকাকালীন মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে সওয়াল করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। এমনকী, তিনি প্রধান বিচারপতি যিনি জরুরি ভিত্তিতে মামলা শোনার জন্য স্কাইপের ব্যবহার করেছেন।