সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির স্থায়ী বাসিন্দাদের বিনামূল্যে জল ও বিদ্যুৎ পরিষেবা দীর্ঘদিন ধরেই দিচ্ছে আম আদমি পার্টির সরকার। এবার শুধু স্থায়ী বাসিন্দাদের নয়, ভাড়াটেদেরও দেওয়া হবে একই সুবিধা। নির্বাচনের প্রাক্কালে এমন ঘোষণা করলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। শনিবার সাংবাদিক বৈঠক করে জানালেন, দিল্লিতে ফের আপের সরকার ক্ষমতায় এলে ভাড়াটেদের জন্যও এই পরিষেবা বিনামূল্যে করা হবে।
দিল্লির বিধানসভা নির্বাচন উপলক্ষে ইতিমধ্যেই একাধিক প্রতিশ্রুতি দিয়েছে আম আদমি পার্টি। সেই ধারা অব্যাহত রেখে শনিবার সাংবাদিক বৈঠক থেকে কেজরিওয়াল বলেন, সারা দেশ থেকে বহু মানুষ দিল্লিতে এসে বাড়ি ভাড়া নিয়ে থাকেন। আমি যেখানেই গিয়েছি, মানুষের সঙ্গে কথা বলেছি, সকলেই অনুযোগ করেছেন তাঁরা এখানে ভালো স্কুল ও হাসপাতালের সুবিধা পাচ্ছেন। কিন্তু বিনামূল্যে বিদ্যুৎ ও জলের পরিষেবা থেকে তাঁরা বঞ্চিত। আপ সরকার ফের ক্ষমতায় এলে ভাড়াটেরাও যাতে এই পরিষেবার আওতায় আসে তা আমরা নিশ্চিত করব।
উল্লেখ্য, আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লির ৭০ টি আসনে হতে চলেছে বিধানসভা নির্বাচন। এই নির্বাচন উপলক্ষে সম্মুখ সমরে নেমেছে আপ, বিজেপি ও কংগ্রেস। ছুটছে প্রতিশ্রুতির বন্যা। ইতিমধ্যেই আপের তরফে ঘোষণা করা হয়েছে ক্ষমতায় এলে তাঁরা দিল্লির মহিলাদের মাসে ২১০০ টাকা করে ভাতা, বয়স্কদের ভাতা, বিনামূল্যে চিকিৎসা ও অটোচালকদের ১০ লক্ষ টাকার বিমা-সহ একাধিক পরিষেবা ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় এবার যুক্ত হল আরও এক প্রকল্প।
তবে দিল্লিবাসীর মন পেতে পিছিয়ে নেই কংগ্রেস ও বিজেপি মতো দলগুলি। আপের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ তোলার পাশাপাশি ‘মহিলা সমৃদ্ধি’ যোজনা ঘোষণা করেছে বিজেপি। যেখানে মহিলাদের মাসে ২৫০০ টাকা করে দেওয়া হবে। এছাড়া গরিব পরিবারকে ৫০০ টাকায় দেওয়া হবে গ্যাস সিলিন্ডার। হোলি ও দিপাবলীতে দুটি সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে। গর্ভবতী মহিলাদের ৩০ হাজার টাকা সাহায্য, ৬০ থেকে ৭০ বছরের বৃদ্ধদের ২০০০ টাকার পরিবর্তী ২৫০০ টাকা করে দেওয়া হবে। এবং বৃদ্ধাদের ৩০০০ টাকা করে দেওয়া হবে। কংগ্রেসের তরফেও জানানো হয়েছে, দিল্লিতে ক্ষমতায় এলে ‘পেয়ারি দিদি’ প্রকল্পের মাধ্যমে মাসে ২৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে।
