shono
Advertisement
Goa Murder

গোয়ায় জোড়া খুন! দুই রুশ বান্ধবীকে গলা কেটে হত্যা করে গ্রেপ্তার স্বদেশীয়

দু'টি দেহই উদ্ধার হয় ১৬ জানুয়ারি। এরপরই পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্তকে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Published By: Biswadip DeyPosted: 10:08 AM Jan 17, 2026Updated: 01:05 PM Jan 17, 2026

জোড়া খুন ঘিরে গোয়ায় (Goa Murder) চাঞ্চল্য। দুই রুশ মহিলার মর্মান্তিক পরিণতি। কাছাকাছি দু'টি গ্রামে ছিলেন তাঁরা। গত ১৪ ও ১৫ জানুয়ারি তাঁদের মৃত্যু হয়। দেখা যায়, আততায়ী গলা কেটে খুন করেছে তাঁদের। অবশেষে গ্রেপ্তার হলেন অভিযুক্ত। তিনিও রুশ। ওই দুই মহিলা তাঁর বান্ধবী ছিলেন বলে জানা গিয়েছে।

Advertisement

অভিযুক্তের নাম আলেক্সেই লেওনভ। উত্তর গোয়ার আরাম্বল ও মোরজিম গ্রামে গিয়ে তিনি তাঁর দুই বান্ধবীকে হত্যা করেছেন বলে অভিযোগ। জানা গিয়েছে, দুই মৃত রুশ মহিলার বয়স ৩৭। পুলিশের দাবি, ১৪ জানুয়ারি এলেনা ভানিভার বাড়ি গিয়েছিলেন অভিযুক্ত লেওনভ। তারপর রাত এগারোটার পরে তাঁকে গলা কেটে খুন করে তিনি পালিয়ে যান। পরের দিন তিনি আরাম্ভলে হাজির হয়ে সন্ধের পরে বান্ধবী এলেনা কাস্থানোভার বাড়ি যান। প্রথমে তাঁকে দড়ি জাতীয় কিছু দিয়ে বেঁধে ফেলেন। পরে গলা কেটে দেন।

অভিযুক্তের নাম আলেক্সেই লেওনভ। উত্তর গোয়ার আরাম্বল ও মোরজিম গ্রামে গিয়ে তিনি তাঁর দুই বান্ধবীকে হত্যা করেছেন বলে অভিযোগ। জানা গিয়েছে, দুই মৃত রুশ মহিলার বয়স ৩৭।

দু'টি দেহই উদ্ধার হয় ১৬ জানুয়ারি। এরপরই পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্তকে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শুরু হয়েছে তদন্ত। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃতকে। কী কারণে এই হত্যা সে সম্পর্কে এখনও কোনও ধারণা নেই তদন্তকারীদের। এই ঘটনায় আরও কেউ জড়িত ছিল কিনা তাও দেখা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement