shono
Advertisement
Train Accident

সিগন্যালে দাঁড়িয়ে থাকা ট্রেনে সবেগে ধাক্কা! এবার ফতেপুরে দুর্ঘটনার কবলে মালগাড়ি

দুর্ঘটনার জেরে আহত হয়েছে দুই ট্রেনের চালক।
Published By: Amit Kumar DasPosted: 02:28 PM Feb 04, 2025Updated: 02:29 PM Feb 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের দুর্ঘটনার কবলে ভারতীয় রেল। মঙ্গলবার সকালে উত্তরপ্রদেশের ফতেপুর জেলায় সিগন্যালে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িতে সবেগে ধাক্কা মারল অন্য একটি মাল বোঝাই ট্রেন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন দুই ট্রেনের চালক। দুটি গাড়িরই একাধিক বগি লাইঞ্চ্যুত হয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই দুর্ঘটনা ঘটে মঙ্গলবার ভোর সাড়ে চারটে নাগাদ। সিগন্যাল নয়া পেয়ে দাঁড়িয়ে ছিল একটি গাড়ি। ওই একই লাইনে সেই সময় চলে আসে অন্য একটি গাড়ি। দাঁড়িয়ে থাকা গাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে সেটি। দুর্ঘটনাটি ঘটেছে ফতেপুরে শুজাতপুর ও রুসালাবাদ স্টেশনের মাঝে ডেডিকেটেড ফ্রেট করিডরে (ডিএফসি)। ওই লাইন দিয়ে শুধুমাত্র মালগাড়িই যাতায়াত করে ফলে অন্য কোনও যাত্রীবাহী ট্রেনের যাতায়াতে কোনও প্রভাব পড়েনি।

রেলের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার জেরে দুটি গাড়িরই একাধিক বগি লাইনচ্যুত হয়েছে। সেগুলি সরানোর কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন রেল পুলিশ ও আধিকারিকরা। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, কোনওভাবে সিগন্যাল এড়িয়ে গিয়েছিলেন দ্বিতীয় গাড়ির চালক। দুটি মালগাড়ির আহত চালক ও সহ-চালকদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে এই দুর্ঘটনায় ভারতীয় রেলের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের দুর্ঘটনার কবলে ভারতীয় রেল।
  • উত্তরপ্রদেশের ফতেপুর জেলায় সিগন্যালে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িতে সবেগে ধাক্কা মারল অন্য একটি মাল বোঝাই ট্রেন।
  • ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন দুই ট্রেনের চালক।
Advertisement