shono
Advertisement
Chhattisgarh

মাঝরাস্তায় তরুণীদের 'যৌন হেনস্তা', চুল ধরে টান, আঙুল কামড়ে ছিঁড়ে দিল অভিযুক্তরা!

পুলিশ তদন্ত শুরু করলেও এখনও গ্রেপ্তার করা যায়নি কাউকেই।
Published By: Biswadip DeyPosted: 09:32 AM Jun 07, 2025Updated: 09:32 AM Jun 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক জন্মদিনের পার্টি থেকে ফেরার পথে কয়েকজন তরুণীকে রাস্তায় যৌন হেনস্থার অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে। ছত্তিশগড়ের রায়পুরে চাঞ্চল্য ছড়িয়েছে এমনই এক ঘটনাকে ঘিরে। নির্যাতিতাদের মধ্যে একজনের আঙুলে বীভৎস দংশনের অভিযোগও উঠেছে এক অভিযুক্তের বিরুদ্ধে। তরুণীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।

Advertisement

ঠিক কী হয়েছিল? জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে এক জন্মদিনের পার্টি থেকে ফিরছিলেন ওই তরুণীরা। অভিযোগ, সেই সময় আচমকাই মহাদেব ঘাটের কাছে এক যুবক এসে বিরক্ত করতে থাকে তাঁদের। এরপর তার সঙ্গে যোগ দেয় আরও কয়েকজন। ভাইরাল হয়ে গিয়েছে হামলার ভিডিও। রায়পুরের পুলিশ সুপারিটেন্ডেন্ট উমেদ সিং জানিয়েছেন, তাঁরা ভিডিওটির উপর ভিত্তি করেই অভিযুক্তদের খোঁজার চেষ্টা করছেন।

ভিডিও দেখা গিয়েছে, এক যুবক এক তরুণীকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। শেষে সেই তরুণী মাটিতে পড়ে যাচ্ছে। এরপর আরও দু'জন যুবকে সেখানে উপস্থিত হয়ে তাঁকে টানতে টানতে আরও দূরে নিয়ে যাচ্ছে। আরেক যুবককে দেখা যাচ্ছে, বাধা দেওয়ায় এক তরুণীর চুলের মুঠি ধরে টানতে। আরেক তরুণীর অভিযোগ, তাঁর আঙুলে কামড়ে দিয়ে রক্তারক্তি করে দিয়েছে এক যুবক। কিন্তু কেন ওই যুবকরা হঠাৎই চড়াও হল ওই তরুণীদের উপরে তা এখনও জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই তরুণীদের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। ওই যুবকরা স্থানীয়, নাকি বাইরে থেকে এসেছিল খতিয়ে দেখা হচ্ছে সেটাও। শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করা যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এক জন্মদিনের পার্টি থেকে ফেরার পথে কয়েকজন তরুণীকে রাস্তায় যৌন হেনস্থার অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে।
  • ছত্তিশগড়ের রায়পুরে চাঞ্চল্য ছড়িয়েছে এমনই এক ঘটনাকে ঘিরে।
  • নির্যাতিতাদের মধ্যে একজনের আঙুলে বীভৎস দংশনের অভিযোগও উঠেছে এক অভিযুক্তের বিরুদ্ধে।
Advertisement