shono
Advertisement
Air India plane crash

আহমেদাবাদের দুর্ঘটনার ভিডিও করা কিশোর গ্রেপ্তার! গুজব উড়িয়ে কী জানাল পুলিশ?

২৪ সেকেন্ডের ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছিল মুহূর্তে।
Published By: Biswadip DeyPosted: 09:42 AM Jun 15, 2025Updated: 09:42 AM Jun 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ বিমান দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২৭৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। দুর্ঘটনাস্থলে আরও মৃতদেহ রয়েছে বলে মনে করা হচ্ছে। গোটা দেশ শোকস্তব্ধ এমন এক দুর্ঘটনায়। কীভাবে বিমানটি টেক অফ করার কিছুক্ষণ পরে ফের মাটিতে নেমে এল, তারপর আছড়ে পড়ল, সেই ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছিল মুহূর্তে। এবার আহমেদাবাদের ক্রাইম ব্রাঞ্চ রেকর্ড করল সেই ২৪ সেকেন্ডের ভিডিওটি যে তুলেছে সেই ১৭ বছরের কিশোরের। নেট ভুবনে একটি ভিডিও ছড়িয়েছে, যেখানে দাবি করা হচ্ছে ওই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু সেই দাবি উড়িয়ে দিচ্ছেন তদন্তকারীরা। তাঁরা জানিয়েছেন, এই দুর্ঘটনার একজন সাক্ষী হিসেবেই ওই কিশোরের বয়ান রেকর্ড করা হয়েছে।

Advertisement

ক্রাইম ব্রাঞ্চের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে পরিষ্কার বলা হয়েছে, ''একটি মোবাইলে তোলা ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। যে নাবালক ভিডিওটি তুলেছে সে পুলিশকে ভিডিওটির বিস্তারিত বিবরণ দিয়েছে। ছেলেটি ওর বাবার সঙ্গে সাক্ষ্য দিতে এসেছিল। এরপর তাকে ছেড়েও দেওয়া হয়। কোনও গ্রেপ্তারি বা আটক করা হয়নি।''

১৭ বছরের আরিয়ান এখনও ট্রমায় রয়েছে। তার বিশ্বাস হচ্ছে না তার মোবাইলে তোলা ভিডিওয় কীভাবে ধরা পড়ে গেল এমন ভয়ংকর এক দৃশ্য। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সে জানিয়েছে, ''আমার খুব ভয় করছিল এমন একটা ঘটনা চোখের সামনে দেখতে পেয়ে। বোন প্রথম ভিডিওটা দেখে এবং ওই বাবাকে জানায়। বিমানটা যে ওভাবে ভেঙে পড়বে সেটা ভাবতেই পারিনি।'' আরিয়ানের পরিবার জানাচ্ছে, সেদিনের ঘটনায় মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে সে। ঘটনাটি মোবাইলে তোলার পর সে কথা বলার মতো অবস্থাতেও ছিল না বলে জানাচ্ছে তার বোন। মাঝে মাঝেই বিমানের ওঠানামা মোবাইলবন্দি করত সে। ভাবতেও পারেনি এমন এক মরণ উড়ানের মুহূর্তের সাক্ষী হবে সে ও তার ক্যামেরার লেন্স।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আহমেদাবাদে দুর্ঘটনা ঘটার সময় বিমানটি টেক অফ করার কিছুক্ষণ পরে আছড়ে পড়ার ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছিল মুহূর্তে।
  • এবার আহমেদাবাদের ক্রাইম ব্রাঞ্চ রেকর্ড করল সেই ২৪ সেকেন্ডের ভিডিওটি যে তুলেছে সেই ১৭ বছরের কিশোরের।
  • নেট ভুবনে একটি ভিডিও ছড়িয়েছে, যেখানে দাবি করা হচ্ছে ওই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু সেই দাবি উড়িয়ে দিচ্ছেন তদন্তকারীরা।
Advertisement