shono
Advertisement
US deportation

কোটি টাকায় আমেরিকার স্বপ্ন কিনে হাতকড়ায় বিতাড়িত! ভারতীয় অভিবাসী বিতাড়নে উত্তাল সংসদে কং বলল, 'চরম অপমান'

অভিবাসীদের বিতাড়ন ইস্যুতে উত্তাল হয়েছে সংসদ। বারেবারে মুলতুবি করতে হয়েছে অধিবেশন।
Published By: Paramita PaulPosted: 12:44 PM Feb 06, 2025Updated: 01:51 PM Feb 06, 2025

সোমনাথ রায়, নয়াদিল্লি: কেউ বেচে ছিলেন নিজের শেষ সম্বল! কেউ আবার ধারদেনা করে জোগার করেছিলেন টাকা! কোটি টাকা খরচ করে নিজের এবং নিজের পরিবারের জন্য আমেরিকার স্বপ্ন কিনেছিলেন তাঁরা। শেষপর্যন্ত হাতকড়ায় শেষ হল তাঁদের স্বপ্ন। আমেরিকার সামরিক বিমানে চেপে ফিরতে হল দেশে। আমেরিকা থেকে ভারতীয় অভিবাসীদের বিতাড়ন ইস্যুতে উত্তাল হয়েছে সংসদ। বারেবারে মুলতুবি করতে হয়েছে অধিবেশন। লোকসভায় কংগ্রেস-সহ বিরোধীরা বলছে, "ভারতীয়দের চরম অপমান করা হয়েছে।" গোটা বিষয়টি নিয়ে লোকসভায় বক্তব্য রাখবেন বিদেশমন্ত্রী এস জয়শংকর।

Advertisement

মার্কিন সামরিক বিমান সি-১৭ গ্লোবমাস্টারে চাপিয়ে ১০৪ ভারতীয় অভিবাসীকে দেশে পাঠিয়েছে আমেরিকা। দেশে ফেরত আসা অভিবাসীদের মধ্যে সবচেয়ে সংখ্যক রয়েছে হরিয়ানারর নাগরিক- ৩৫ জন। এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটের ৩৩ জন। তাঁদের মধ্যে একটি পরিবার ১ কোটি টাকা খরচ করে আমেরিকায় পৌঁছেছিল। হরিয়ানায় ভাইপোকে আমেরিকা পাঠাতে দেড় একর জমি বিক্রি করেছিলেন কাকা। ৪২ লক্ষ টাকা খরচ করে তাঁকে আমেরিকা পাঠিয়েছিলেনন। মাস কয়েক আগেই মেক্সিকো হয়ে আমেরিকায় পৌঁছেছিলেন তিনি। হাতে হাতকড়া, পায়ে শিকল পরিয়ে দেশে ফেরত পাঠানো হচ্ছে।

অভিবাসীদের দেশে ফেরত পাঠানো নিয়ে উত্তাল হয় সংসদ। তুমুল বিক্ষোভের মুখে অধিবেশন মুলতুবি করতে হয়। বিরোধীরা জানিয়েছে, ভারতীয়দের চরম অপমান করা হয়েছে। কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, "এভাবে কোনওদিন ভারতীয়দের ফেরানো হয়নি। আমাদের নাগরিকদের হাতকড়া পরানো চরম অপমান।"  

ট্রাম্পের নির্দেশ মতোই আমেরিকায় চলছে ধরপাকড়। শয়ে শয়ে ‘অনুপ্রবেশকারী’কে গ্রেপ্তার করছে মার্কিন পুলিশ। মোট ২০৫ জনকে পাঠানো হয়েছে বলে খবর। তারা দেশে ফিরলে সকলকেই জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর। কারা তাদের অবৈধভাবে আমেরিকা যেতে সাহায্য় করেছিল, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মার্কিন সামরিক বিমান সি-১৭ গ্লোবমাস্টারে চাপিয়ে ১০৪ ভারতীয় অভিবাসীকে দেশে পাঠিয়েছে আমেরিকা।
  • দেশে ফেরত আসা অভিবাসীদের মধ্যে সবচেয়ে সংখ্যক রয়েছে হরিয়ানারর নাগরিক- ৩৫ জন।
  • এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটের ৩৩ জন।
Advertisement