shono
Advertisement
Spying

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি! হরিয়ানার মহিলা ইউটিউবার-সহ গ্রেপ্তার ৬ সন্দেহভাজন

দিল্লির পাক হাই কমিশনের এক সদস্যের সঙ্গে যুক্ত ছিলেন অভিযুক্তরা।
Published By: Amit Kumar DasPosted: 04:11 PM May 17, 2025Updated: 05:12 PM May 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করছে ভারতীয় কিছু 'গদ্দার'! দেশের সঙ্গে বেইমানির এই জাল ছড়িয়ে রয়েছে হরিয়ানা, পাঞ্জাবের বড় অংশে। অপারেশন সিঁদুরের পর এই উইপোকার ঢিবি ভাঙতে তৎপর হল গোয়েন্দা বিভাগ। ঘটনার তদন্তে নেমে হরিয়ানার এক মহিলা ইউটিউবার-সহ ৬ জনকে গ্রেপ্তার করল পুলিশ। তদন্তকারীদের দাবি, অভিযুক্তরা পাকিস্তানের চর হিসেবে কাজ করত, গোপন তথ্য পাচারের বিনিময়ে সীমান্তের ওপার থেকে পেত মোটা টাকা।

Advertisement

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের মধ্যে রয়েছেন জ্যোতি মালহোত্রা নামে হরিয়ানার এক মহিলা। ইনি একজন ইউটিউব ব্লগার। সোশাল মিডিয়ায় ভ্রমণ সংক্রান্ত কনটেন্ট তৈরি করেন। নিউ দিল্লিতে পাক হাই কমিশনের এক সদস্য এহসান উর রহিম ওরফে দানিসের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল তাঁর। দানিসের উদ্যোগে ২০২৩ সালে ভিসা নিয়ে পাকিস্তানে গিয়েছিলেন এই মহিলা। গত মঙ্গলবার এই দানিসকে 'অযাচিত' বলে ভারত ছাড়া করেছে কেন্দ্রীয় সরকার। অভিযোগ, শুধু দানিস নয়, 'পাকিস্তান ইন্টেলিজেন্স অপারেটিভ' (PIO) বা গুপ্তচর বিভাগের সঙ্গে যুক্ত আরও একাধিক জনের সঙ্গে যোগাযোগ রয়েছে জ্যোতির। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, স্ন্যাপচ্যাটের মতো সোশাল মিডিয়া ব্যবহার করে পাক এজেন্টদের সঙ্গে যোগাযোগ রাখত অভিযুক্ত। শাকির ওরফে রানা শাহবাজ নামে এক পাক এজেন্টের নম্বর 'জাঠ রানধাওয়া' নামে সেভ করা ছিল জ্যোতির ফোনে।

জ্যোতি ছাড়াও পাঞ্জাবের বাসিন্দা গুজালা নামে ৩২ বছরের এক মহিলাকে গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা। চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানে গিয়েছিল এই যুবক। গুজালাকে পাকিস্তানে যাওয়ার ভিসা পাইয়ে দিয়েছিল এই দানিসই। এই গুজালার সঙ্গে দানিসের ঘনিষ্ঠতা বিয়ের প্রতিশ্রুতিতে পৌঁছয়। সেই মতো দফায় দফায় ১০ হাজার থেকে ২০ হাজার টাকা পাঠানো হয় গুজালাকে। পাকিস্তান থেকে ফিরে আসার পর গত ২৩ এপ্রিল গুজালা তার বন্ধু বানু নাসরিনা ও আর এক মহিলাকে নিয়ে পাক হাই কমিশনে আসেন। দানিস তাদেরও পাকিস্তান যাওয়ার ব্যবস্থা করে দেন।

এই মামলায় গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের তালিকায় রয়েছেন পাঞ্জাবের মালেরকোটলার ইয়ামিন মোহাম্মদ, হরিয়ানার কৈথালের দেবিন্দর সিং ধিলন, ইনি এক শিখ ছাত্রনেতা ও হরিয়ানার নুহের আরমান। এরা প্রত্যেকে পাকিস্তানের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। এবং দেশের গোপন তথ্য পাকিস্তানে পাচার করতেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করছে ভারতীয় কিছু 'গদ্দার'!
  • দেশের সঙ্গে বেইমানির এই জাল ছড়িয়ে রয়েছে হরিয়ানা, পাঞ্জাবের বড় অংশে।
  • অপারেশন সিঁদুরের পর এই উইপোকার ঢিবি ভাঙতে তৎপর হল গোয়েন্দা বিভাগ।
Advertisement