shono
Advertisement
Haryana

৫০ পর্যন্ত লিখতে পারেনি মেয়ে! রাগে নাবালিকাকে পিটিয়ে ‘খুন’ বাবার, হরিয়ানায় হাড়হিম ঘটনা

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম কৃষ্ণ জয়সওয়াল। তিনি উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার বাসিন্দা। কিন্তু স্ত্রী-কন্যাকে নিয়ে তিনি ফরিদাবাদে একটি ভাড়াবাড়িতে বসবাস করতেন। স্বামী-স্ত্রী দু’জনেই বেসরকারি সংস্থায় কর্মরত।
Published By: Subhodeep MullickPosted: 06:52 PM Jan 24, 2026Updated: 08:08 PM Jan 24, 2026

অঙ্ক করতে বসে ১ থেকে ৫০ পর্যন্ত লিখতে পারেনি মেয়ে। এই ‘অপরাধেই’ নাবালিকাকে বেলনা দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। সম্প্রতি চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হরিয়ানায়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম কৃষ্ণ জয়সওয়াল। তিনি উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার বাসিন্দা। কিন্তু স্ত্রী-কন্যাকে নিয়ে তিনি ফরিদাবাদে একটি ভাড়াবাড়িতে বসবাস করতেন। জানা গিয়েছে, স্বামী-স্ত্রী দু’জনেই বেসরকারি সংস্থায় কর্মরত। তাই পালা করে তাঁরা তাঁদের মেয়েকে দেখাশোনা করতেন। অভিযোগ, গত বুধবার মেয়েকে পড়াতে বসেছিলেন কৃষ্ণ। বিভিন্ন বিষয় পড়ার পর নাবালিকা অঙ্ক করতে বসেছিল। কৃষ্ণ তাকে ১ থেকে ৫০ পর্যন্ত লেখার নির্দেশ দেন। কিন্তু নাবালিকা তা না পারতেই তাকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ উঠেছে কৃষ্ণের বিরুদ্ধে। এরপরই বেলনা দিয়ে মেয়েকে পিটিকে খুন করেন তিনি। এমনটাই অভিযোগ।

সন্ধ্যায় কৃষ্ণের স্ত্রী বাড়ি ফিরতেই হুলস্থূল পড়ে যায়। মেয়ের রক্তাক্ত দেহ দেখে আর্তনাদে ফেটে পড়েন তিনি। তড়িঘড়ি তরুণী পুলিশ খবর দেন। এরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেহটি উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বেধড়ক মারধরের ফলেই মৃত্যু হয়েছে নাবালিকার।     

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement