shono
Advertisement
Hyderabad

বিষয় বিষ! হায়দরাবাদে শিল্পপতি দাদুকে ধারাল অস্ত্রে ৭০ বার কুপিয়ে খুন নাতির

বাধা দেওয়ায় মায়ের উপরেও চড়াও হয় অভিযুক্ত যুবক।
Published By: Kishore GhoshPosted: 09:38 PM Feb 09, 2025Updated: 11:24 PM Feb 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হায়দরাবাদে সম্পত্তি নিয়ে বিবাদে নাতির হাতে খুন হয়ে গেলেন শিল্পপতি দাদু। ধারাল অস্ত্র দিয়ে ৭০ বার কুপিয়ে অশীতিপর বৃদ্ধকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার সময় বাধা দেওয়ায় নিজের মায়ের উপরেও চড়াও হন অভিযুক্ত যুবক। আহত মহিলা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে দক্ষিণের শহরে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তি ৮৫ বছরের হায়দরাবাদের ভেলজান গোষ্ঠীর কর্ণধার ভিসি জনার্দন রাও। অভিযোগ, জনার্দনকে খুন করেছেন তাঁরই নাতি কে কীর্তি তেজা। গত ৬ ফেব্রুয়ারি রাতে নিজের বাড়িতে আক্রান্ত হন প্রবীণ শিল্পপতি। সম্প্রতি পড়াশোনা শেষ করে আমেরিকা থেকে দেশে ফিরেছিলেন তেজা। জানা গিয়েছে, দাদুর প্রতি তাঁর পুরনো ক্ষোভ জমা ছিল। এতদিন তা প্রকাশ্যে আসেনি। বৃহস্পতিবার মাকে নিয়ে দাদুর সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে গিয়েছিলেন তেজা। তখনই সম্পত্তির প্রসঙ্গ উঠতেই বিবাদ শুরু হয়।

এক সময় বচসা চরমে উঠলে ছুরি বার করে দাদুকে এলোপাথাড়ি কোপাতে থাকেন তেজা। ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধের। বাধা দেওয়ার চেষ্টা করেন যুবকের মা। এর জেরে তিনিও আহত হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে হায়দরাবাদ পুলিশ। জেরায় রাগের মাথায় দাদুকে খুনের কথা স্বীকার করেছেন যুবক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মৃত ব্যক্তি ৮৫ বছরের হায়দরাবাদের ভেলজান গোষ্ঠীর কর্ণধার ভিসি জনার্দন রাও।
  • এক সময় বচসা চরমে উঠলে ছুরি বার করে দাদুকে এলোপাথাড়ি কোপাতে থাকেন তেজা।
Advertisement