সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গার্হস্থ্য হিংসা মামলায় মূল অভিযুক্তের পরিবারের সদস্যদের অহেতুক যুক্ত করা যাবে না। আইনের সুর্নিদিষ্ট ধারায় অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে হবে। মামলাগুলিকে সংবেদশীলতার সঙ্গে দেখা উচিত। তেলেঙ্গানার একটি গার্হস্থ্য হিংসা মামলার শুনানিতে এমনই মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট।
শীর্ষ আদালতে বিচারপতি বি ভি নাগারত্ন ও এন কোটিশ্বর সিংয়ের ডিভিশন বেঞ্চে একটি গার্হস্থ্য হিংসা মামলার শুনানি ছিল। সেখানেই বিচারপতিরা মন্তব্য করেন, গার্হস্থ্য হিংসা খুবই সংবেদনশীল মামলা। এই ধরনের মামলায় আবেগ ভীষণভাবে জড়িয়ে থাকে। শ্বশুরবাড়ির সদস্যরা যাঁরা অভিযোগকারীকে বাঁচাতে আসেন না বা সব দেখেও চুপ থাকেন তাঁদের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়। তাঁরা ঘটনার সঙ্গে যুক্ত না থাকলেও অভিযোগ দায়ের সম্ভাবনা থেকেই যায়। আদালতের পর্যবেক্ষণ, 'গার্হস্থ্য হিংসা মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে ধারাগুলি যতদূর সম্ভব সুনির্দিষ্ট হওয়া উচিত। সবার বিরুদ্ধে কোনও বাছবিচার না করে মামলা দায়ের করলে আইনের অপব্যবহারের সম্ভাবনা থেকে যায়।'
তেলেঙ্গানার এক মহিলা শ্বশুরবাড়ির বিরুদ্ধে হিংসার অভিযোগ তোলেন। সেই মামলা থেকে অব্যাহতি চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয় অভিযুক্তের পরিবার। সেরাজ্যের উচ্চ আদালত সেই আর্জি খারিজ করে দেয়। পালটা শীর্ষ আদালতে আপিল করে পরিবার। সেই মামলায় অভিযুক্তের পরিবারের সদস্যদের বিরুদ্ধে হওয়া ফৌজিদারি মামলা বাতিলের নির্দেশ দিয়ে এই মন্তব্য করেছে শীর্ষ আদালত।