shono
Advertisement

১৫ আগস্ট লালকেল্লায় প্রধানমন্ত্রীর ভাষণের বিষয় ঠিক করবেন আপনি, কীভাবে জানেন?

বাতলে দিলেন খোদ প্রধানমন্ত্রী। The post ১৫ আগস্ট লালকেল্লায় প্রধানমন্ত্রীর ভাষণের বিষয় ঠিক করবেন আপনি, কীভাবে জানেন? appeared first on Sangbad Pratidin.
Posted: 04:10 PM Jul 31, 2018Updated: 04:40 PM Jul 31, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবার আপনার মনের কথাই দেশবাসীর কাছে পৌঁছে দেবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাও আবার স্বাধীনতা দিবসে লালকেল্লার থেকে৷ শুনে অবাক হলেও, এটাই হতে চলেছে বাস্তবে৷ ১৫ আগস্টের পনেরো দিন আগে সোশ্যাল মিডিয়ায় এই সুখবরই জানালেন প্রধানমন্ত্রী মোদি৷

Advertisement

স্বাধীনতা দিবসে জাতীর উদ্দেশে দেওয়া তাঁর বক্তৃতায় কোন কোন বিষয় রাখা যেতে পারে, এই বিষয়ে সাধারণ দেশবাসীর মতামত জানতে চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মঙ্গলবার টুইট বার্তায় তিনি লেখেন, প্রত্যেকেই নিজেদের মতামত দিতে পারেন৷ সকলের মতামতকেই সমান গুরুত্ব দিয়ে বিচার করা হবে৷ সেক্ষেত্রে ব্যবহার করতে হবে, Narendra Modi App বা MyGov App৷ এই প্রথম নয়, আগেও স্বাধীনতা দিবসের বক্তৃতার বিষয়ে দেশবাসীর কাছে জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী৷ এবারও একই পথে হাঁটলেন তিনি৷

জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর টুইটটি কিছুক্ষণের মধ্যেই ত্রিশ হাজারেরও বেশি রি-টুইট হয়৷ আবারও একই সুযোগ পেয়ে ঝাঁপিয়ে পড়েন অনেকে৷ চোখের নিমেষে অ্যাপের মাধ্যমে জমা পড়েছে পাঁচশোরও বেশি আবেদন৷ যেখানে স্থান পেয়েছে বিভিন্ন ধরনের বিষয়৷ অনেকেই নিজেদের এলাকার বিভিন্ন ইস্যু প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছেন৷ তেমনই, দেশের অর্থনৈতিক সমস্যা, কৃষক সমস্যা থেকে শুরু করে কূটনৈতিক সম্পর্কের বিষয়েও প্রধানমন্ত্রীর কাছে নিজেদের বক্তব্য পেশ করেতেন৷ সূত্রের খবর, অনেকে আবার দেশে বাড়তে থাকা গণপিটুনির ঘটনাতেও আশঙ্কা প্রকাশ করেছেন৷ জানিয়েছেন, দেশে যেভাবে উগ্র হিন্দুত্ববাদ বৃদ্ধি পাচ্ছে তাতে যথেষ্ট চিন্তিত তাঁরা৷

The post ১৫ আগস্ট লালকেল্লায় প্রধানমন্ত্রীর ভাষণের বিষয় ঠিক করবেন আপনি, কীভাবে জানেন? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement