সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার রাতভর ভারত-পাক আঘাত-প্রত্যাঘাতের রেশ শুক্রবার সকালেও। কার্যত গোটা উত্তর-পশ্চিম ভারতে বাড়তি সতর্কতা। বৃহস্পতিবার রাতে যেভাবে আকস্মিক হামলা চালিয়েছে তাতে শুক্রবারও হামলা হতে পারে। অন্তত হলে অবাক হওয়ার কথা কিছু থাকবে না। সেই আশঙ্কা থেকেই এদিন সকাল থেকে বাড়তি সতর্ক নয়াদিল্লি।
বৃহস্পতিবার রাতে উত্তর-পশ্চিম ভারতের একাধিক শহরে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। সেনার তৎপরতায় সেই হামলা রুখে দেওয়া গেলেও সতর্কতা কমছে। আজ সকাল থেকেই হাই অ্যালার্ট রাজস্থান, পাঞ্জাব, কাশ্মীর, চণ্ডীগড়, হরিয়ানা, দিল্লি, হিমাচল প্রদেশে। আজ সকালেও পাঞ্জাবের অমৃতসর, পাটিয়ালা, এবং চণ্ডীগড়ে শোনা গিয়েছে সাইরেন। যে কোনও সময় এয়ার স্ট্রাইক করতে পারে পাকিস্তান। সতর্ক করা হয়েছে নাগরিকদের। খুব দরকার ছাড়া বাড়ির বাইরে না বেরনোর জন্য অনুরোধ করা হয়েছে। শহরগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। স্বর্ণমন্দিরেও নিরাপত্তা আরও পোক্ত করা হয়েছে।
সতর্কতা জারি করা হয়েছে নয়াদিল্লিতেও। গোয়েন্দা সূত্রের খবর, ভারতের গুরুত্বপূর্ণ সৌধগুলিকে টার্গেট করতে পারে পাকিস্তান। তাই অতিরিক্ত সতর্কতা নয়াদিল্লি এবং আগ্রায়। লালকেল্লা, কুতুব মিনারের নিরাপত্তা বাড়ানো হয়েছে। আগ্রায় তাজমহলের নিরাপত্তাও বাড়ানো হয়েছে।
তুলনায় অনেকটা শান্ত শ্রীনগর। জম্মু ও শ্রীনগরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। সকাল থেকে চলছে নাকা চেকিং। শুনশান রাস্তাঘাট। তবে সকাল থেকে শোনা যায়নি সাইরেনের শব্দ। তবে বৃহস্পতিবার রাতের পাক গুলি এবং ড্রোন হামলায় কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে খবর। হস্পতিবার উত্তর কাশ্মীরের বারামুলার উরিতে একটি গাড়ির উপরে গোলা এসে আছড়ে পড়ে। রাজারওয়ানি থেকে বারামুলা যাচ্ছিল গাড়িটি। সেই সময়ই মহুরার কাছে ওই ঘটনা ঘটে। রাজারওয়ানির বাসিন্দা বসির খানের স্ত্রী নার্গিস বেগমের মৃত্যু হয়। হাফিজা নামের আরেক মহিলা জখম হন। জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী গ্রামগুলির ভগ্নদশার নানা ছবিও ভাইরাল। গোলাবর্ষণে বহু ঘরবাড়ি আঘাতপ্রাপ্ত। স্বাভাবিকভাবেই আতঙ্ক কাজ করছে স্থানীয়দের মধ্যে।
