সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুঃসময় পেরিয়ে অবশেষে লাভের মুখ দেখল দেশের শেয়ারবাজার! সোমবার বাজার খুলতেই একধাক্কায় ১০০০ পয়েন্টের বিরাট লাফ দিল সেনসেক্স। পাল্লা দিয়ে বেড়েছে নিফটিও। সবুজ সংকেতে ২৪ হাজারের গণ্ডি পার করেছে নিফটির সূচক। রিপোর্ট বলছে, শেয়ারবাজারের প্রায় সবকটি সেক্টরেই বিনয়োগ বেড়েছে এদিন। মতিগতি দেখে বিশেষজ্ঞরা আশা করছেন, অতীতের রক্তক্ষরণ কাটিয়ে এবার ভালো সময় আসতে চলেছে বাজারে।
সোমবারের বাজার রিপোর্ট অনুযায়ী, এদিন দালাল স্ট্রিট খোলার পরই গ্রিন সিগন্যাল দেখা যায় বাজারে। দুপুরে ১০৫৭.৮৩ পয়েন্ট বাড়ে সেনসেক্স। বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক এক শতাংশের বেশি বেড়ে পৌঁছে যায় ৭৯,৬১১.০৩। পাশাপাশি, ৩৩০.০০ পয়েন্ট বাড়ে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা নিফটির সূচক। যার জেরে এক শতাংশের বেশি বেড়ে নিফটি পৌঁছে যায় ২৪,১৮১.৬৫তে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিফটি ও সেনসেক্সের সূচকে খুব বেশি পরিবর্তন দেখা যায়নি ৭৯,৪০০ থেকে ৭৯,৬০০ পয়েন্টের মধ্যেই ঘোরাফেরা করছে সেনসেক্স।
যে শেয়ারগুলিতে সবচেয়ে বেশি বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে সেগুলি হল, টেক মহিন্দ্রা, ট্রেন্ট লিমিটেড, গেইল ইন্ডিয়া লিমিটেড, লোধা, হিরো মোটরস, ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের মতো শেয়ারগুলিতে। ৩ থেকে ৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এই শেয়ারগুলি। পাশাপাশি এই ভরা বাজারেও পতন লক্ষ্য করা গিয়েছে গোদরেজ, আদানি পোর্ট, ব্রিটানিয়া, এইচডিএফসি লাইফ, আইটিসি, এশিয়ান পেন্টস-এর মতো শেয়ারগুলিতে। ব্যাঙ্কিং সেক্টর ও আইটি সেক্টরের শেয়ারগুলিতে সবুজ ইঙ্গিত দেখা গিয়েছে।
ভারতের শেয়ারবাজারের এই উত্থান প্রসঙ্গে বিশেষজ্ঞদের দাবি, মার্কিন শুল্ক নীতির জন্য গত প্রায় একমাস ধরে লাগাতার নিচের দিকে নামছিল শেয়ারবাজার। তবে ৯০ দিনের জন্য সেই শুল্কে স্থগিতাদেশ ও ভারত-মার্কিন শুল্ক নীতি ঠিক করতে দুই দেশের সদর্থক আলোচনার প্রভাব বাজারে পড়েছে। দুই দেশের বাণিজ্যনীতির সবুজ সংকেত দেশের শেয়ারবাজারকে চাঙ্গা করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর পাশাপাশি নতুন করে বিদেশি বিনিয়োগ ব্যাপকভাবে বেড়েছে বাজারে যার সুফল পাচ্ছেন বিনিয়োগকারীরা।
