shono
Advertisement
Population

২০২৫-এর শেষেও জনবহুলতায় সবার উপরে ভারত! পূর্বাভাস রাষ্ট্রসংঘের, জনসংখ্যা কত কোটি?

যদিও জনসংখ্যা বৃদ্ধির হার নিম্নগামী বলেই জানিয়েছে রাষ্ট্রসংঘ।
Published By: Kishore GhoshPosted: 04:47 PM Jun 10, 2025Updated: 05:09 PM Jun 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৫ সালের শেষে ভারতের জনসংখ্যা ১৪৬ কোটিতে পৌঁছবে, চিনকে ছাপিয়ে গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি। রাষ্ট্রপুঞ্জের জনসংখ্যা বিষয়ক দপ্তর ইউএনএফপি-র সাম্প্রতিক রিপোর্টে একথা বলা হয়েছে। এইসঙ্গে ভারতে মহিলাদের প্রজনন ক্ষমতা হ্রাস এবং জনসংখ্যা বৃদ্ধির হার কমারও বার্তা দেওয়া হয়েছে ওই রিপোর্টে।

Advertisement

২০১১ সালে ভারতে শেষবার জনগণনা হয়েছিল। আগামী বছর, অর্থাৎ ২০২৬ সালে মে মাসে নতুন করে জনসুমারি হবে বলে জানা গিয়েছে। যদিও ২০২৩ সালে রাষ্ট্রসংঘের একটি পরিসংখ্যান প্রকাশ করে, তাতে বলা হয় জনসংখ্যায় চিনকে ছাপিয়ে পয়লা নম্বর স্থান দখল করেছে ভারত। ওই রিপোর্ট অনুযায়ী, দুই বছর আগেই ১৪২ কোটি জনসংখ্যার দেশে পরিণত হয়েছিল ভারত। ২০২৫ সালের শেষে যা ১৪৬ কোটিতে পৌঁছবে।

রাষ্ট্রসংঘের এই রিপোর্ট অনুযায়ী, ভারতে জনসংখ্যার হার নিম্নগামী। নেপথ্যে প্রজনন ক্ষমতা হ্রাস পাওয়া, রাষ্ট্রসংঘের ভাষায় ‘দ্য রিয়েল ফার্টিলিটি ক্রাইসিস’। যেহেতু ব্যাপক হারে তরুণ প্রজন্ম পরিবার পরিকল্পনায় জোর দিচ্ছে, অনেক ক্ষেত্রে একটিমাত্র সন্তান নেওয়াতেও অনিহা দেখা যাচ্ছে। রাষ্ট্রসংঘের রিপোর্ট অনুযায়ী, ভারতে মহিলা প্রতি প্রজননের হার ২.১ থেকে ১.৯-এ নেমে এসেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০১১ সালে ভারতে শেষবার জনগণনা হয়েছিল।
  • ভারতে মহিলা প্রতি প্রজননের হার ২.১ থেকে ১.৯-এ নেমে এসেছে।
Advertisement