সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধুচন্দ্রিমায় মেঘালয়ে ঘুরতে গিয়ে স্বামী রাজা রঘুবংশীকে খুনে অভিযুক্ত সোনম রঘুবংশী। যত সময় যাচ্ছে, ততই তদন্তে নেমে নতুন নতুন তথ্য হাতে পাচ্ছেন তদন্তকারীরা। তাঁদের নজরে এসেছে প্রেমিক রাজ কুশওয়াহার সঙ্গে সোনমের চ্যাট। জানা যাচ্ছে, মধুচন্দ্রিমায় স্বামী যেভাবে তাঁর সঙ্গে ঘনিষ্ঠ হতে চাইছে তা পছন্দ হয়নি নববধূ সোনমের।
সোমবার উত্তরপ্রদেশের গাজিপুরে আত্মসমর্পণ করেছেন সোনম। এরপর পুলিশি জিজ্ঞাসাবাদেও এমন কথা বলেছেন তিনি। জানিয়েছেন, বিয়ের আগে থেকেই স্বামীর সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেন তিনি। তদন্তকারীদের দাবি, বিয়ের তিনদিন পরই রাজের সঙ্গে মিলে রাজাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন সোনম।
এদিকে রাজার পরিবারের তরফে এক চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। গত ২ জুন ইন্দোরে রাজা রঘুবংশীর শেষকৃত্যে নাকি অংশ নিয়েছিলেন রাজও! সঙ্গে এনেছিলেন আরও কয়েকজনকে। এমনকী রাজার বাবাকে সান্ত্বনা দিতেও নাকি দেখা যায় রাজকে। পরে ক্যামেরায় সেই দৃশ্যও ধরা পড়েছে।
গত ২০ মে মধুচন্দ্রিমায় মেঘালয়ে ঘুরতে যান নবদম্পতি রাজা রঘুবংশী ও সোনম। ২৩ মে চেরাপুঞ্জিতে পৌঁছনোর পর নিখোঁজ হয়ে যান দম্পতি। এই ঘটনার ১১ দিন পর জলপ্রপাতের খাদ থেকে উদ্ধার হয় রাজার দেহ। তবে খোঁজ মেলেনি সোনমের। এরই মাঝে সোমবার গাজিপুর থেকে নিজের বাড়িতে ফোন করেন সোনম। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। এরপরই সোনমের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি সোনমের প্রেমিক রাজ কুশওয়াহা-সহ মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মেঘালয় পুলিশ গত রাতে সকল অভিযুক্তকে আদালতে হাজির করে এবং সেখান থেকে তাঁদের রিমান্ডে নিয়ে যাওয়া হচ্ছে শিলং।
