হেমন্ত মৈথিল, লখনউ: মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সুশাসনই আস্থা। এবার উত্তরপ্রদেশে বিনিয়োগের পথে জাপান। কয়েকদিনের মধ্যেই সেদেশের মোট আড়াইশো কোম্পানির সিইও আসছেন যোগীরাজ্যে। লগ্নি করার জন্য প্রয়োজনীয় পরিবেশ খতিয়ে দেখবেন তাঁরা। এই মুহূর্তে রাজ্যে পরিবেশবান্ধব হাইড্রোজেন উৎপাদন কেন্দ্র তৈরির পরিকল্পনা করছেন যোগী। এই সেক্টরেই বিনিয়োগ করতে আগ্রহী জাপান। এর ফলে বহু যুবক-যুবতীর কর্ম সংস্থানও হবে বলে আশাবাদী উত্তরপ্রদেশে সরকার।
আর্থিক উন্নতির দিক দিয়ে উত্তরপ্রদেশকে অন্য শিখরে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ যোগী। বাণিজ্য, শিক্ষা, কর্ম-সহ বিভিন্ন ক্ষেত্রে প্রভুত উন্নতি ঘটাচ্ছে তার সরকার। এবার জাপানের থেকে লগ্নি টানতে কাজ করেছে প্রশাসন। জানা গিয়েছে, বুধবার মুখ্যমন্ত্রী যোগীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তাঁর বাসভবনে যান জাপানের ইয়ামানাশি প্রদেশের ভাইস গভর্নর কো ওসাদা। নানা গুরুত্বপূর্ণ বিষয়ে বেশ কিছুক্ষণ আলোচনা করেন দুজনে। উত্তরপ্রদেশে বিনিয়োগ নিয়েও কথা হয় তাঁদের মধ্যে।
এই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কো ওসাদা বলেন, "উত্তরপ্রদেশের বিনিয়োগের পরিবেশ ও সুযোগ-সুবিধা খতিয়ে দেখতে জাপান থেকে বিভিন্ন কোম্পানির ২৫০ জন সিইও আসবেন। যে গতিতে উত্তরপ্রদেশের অর্থনীতি দৌড়াচ্ছে তাতেই লগ্নির জন্য ভরসা রয়েছে তাঁদের। আস্থা রয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সুশাসনের উপরেও। এই উদ্যোগ এরাজ্যে যুবক-যুবতীদের জন্য কাজের সুযোগও করে দেবে।" আগামী দিনে উত্তরপ্রদেশের সঙ্গে জাপানের বন্ধুত্ব যে খুবই মজবুত হবে সেনিয়েও বিশ্বাসী তিনি।
পর্যটনের ক্ষেত্রেও আলাদা জায়গা তৈরি করেছে উত্তরপ্রদেশ। ঘুরতে যাওয়ার জন্য পর্যটকদের অন্যতম পছন্দ এই রাজ্যের নানা ঐতিহাসিক স্থান। যোগীরাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোর ভূয়সী প্রশংসা করে ওসাদা বলেন, "জাপানের পর্যটক টানতে বৌদ্ধ সার্কিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সারনাথ, কুশীনগর এবং শ্রাবস্তীর মতো জায়গাগুলোয় জাপানের বহু বৌদ্ধ পর্যটক প্রত্যেক বছর ভিড় জমান। উত্তরপ্রদেশের সঙ্গে জাপানের মজবুত বন্ধুত্বের পর ইয়ামানাশি প্রদেশ থেকে আরও পুণ্যার্থী এখানে আসবেন।"
এদিন যোগী ও ওসাদা জাপানে, বিশেষ করে ইয়ামানাশিতে উত্তরপ্রদেশের যুবকদের কর্মসংস্থানের সুযোগ নিয়েও আলোচনা করেছেন। জোর দেওয়া হয়েছে রাজ্যের তরুণদের জাপানে চাকরির সুযোগের জন্য পাঠানোর আগে প্রয়োজনীয় জাপানি ভাষার দক্ষতা তৈরির উপরেও। এছাড়া ওসাদা বলেছেন, ইয়ামানাশিতে পড়াশোনা করা শিক্ষার্থীদের বৃত্তিও দেওয়া হবে। পাশাপাশি হাইড্রোজেন প্রযুক্তিতে বিশ্বব্যাপী বিশেষজ্ঞ এবং স্টেকহোল্ডারদের একত্রিত হবেন এমন এক আন্তর্জাতিক সেমিনার আয়োজনের বিষয়ে আলোচনা করা হয়েছে বলে। ইয়ামানশি বিশ্ব বিদ্যালয় উত্তরপ্রদেশের শিক্ষার্থীদের সবুজ হাইড্রোজেনের ক্ষেত্রে শিল্প প্রযুক্তি অধ্যয়নের সুযোগও দেবে। সব মিলিয়ে মুখ্যমন্ত্রী যোগীর উদ্যোগে এবার জাপান থেকে একগুচ্ছ সুযোগ-সুবিধা পেতে চলেছে উত্তরপ্রদেশ।
