shono
Advertisement

সুপ্রিম কোর্টে বাড়ল রক্ষাকবচের মেয়াদ, আসানসোল কম্বল কাণ্ডে স্বস্তিতে জিতেন্দ্র-চৈতালি

১০ জুলাই তদন্তকারীদের সামনে হাজির হতে হবে জিতেন্দ্র-চৈতালিকে।
Posted: 12:41 PM Jul 03, 2023Updated: 03:45 PM Jul 03, 2023

সোমনাথ রায়, নয়াদিল্লি: আরও এক সপ্তাহ বাড়ল বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwari) রক্ষাকবচের মেয়াদ। তাঁর স্ত্রী চৈতালির জন্যও একই রায় নির্দেশ দেওয়া হয়েছে। আসানসোলে (Asansol)কম্বল বিতরণে পদপিষ্ট হয়ে ৮ জনের মৃত্যুর ঘটনায় আগামী ১০ জুলাই বিজেপি নেতা ও তাঁর কাউন্সিলর স্ত্রী চৈতালি তিওয়ারিকে তদন্তকারীদের সামনে হাজির হতে হবে জিজ্ঞাসাবাদের জন্য। সোমবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। এই মামলায় বাকি দুই কাউন্সিলর গৌতম গুপ্তা ও তেজপ্রতাপ সিংয়ের অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ বহাল রাখল শীর্ষ আদালত। মামলার পরবর্তী শুনানি ১৭ জুলাই।

Advertisement

গত বছরের ডিসেম্বর মাসে আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় বিজেপি নেতৃত্ব। মূল উদ্যোক্তা ছিলেন জিতেন্দ্র তিওয়ারি এবং তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারি। সেখানে প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিতরণের সময়ে ভিড়ের চাপে পদপিষ্ট মৃত্যু হয় ৮ জনের। সেই মামলায় তাঁদের অভিযুক্ত করে মামলা করা হয়। সেইসঙ্গে আসানসোলের আরও দুই কাউন্সিলর গৌতম গুপ্তা ও তেজপ্রতাপ সিংকেও মামলায় যুক্ত করা হয়। ইতিমধ্যে বেশ কয়েকবার চৈতালি দেবীর বাড়িতে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদও করেন তদন্তকারী অফিসাররা।

[আরও পড়ুন: সবংয়ের পর পুরুলিয়া, পঞ্চায়েত ভোটের মুখে রাজ্যে ফের BJP কর্মীর রহস্যমৃত্যু]

সেই মামলা শীর্ষ আদালতে গেলে ৩ জুলাই পর্যন্ত রক্ষাকবচ মেলে জিতেন্দ্র, চৈতালিদের। সোমবার মামলাটি উঠলে তাঁদের রক্ষাকবচের মেয়াদ ১০ জুলাই পর্যন্ত বাড়িয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে আগামী সোমবার তদন্তকারীদের কাছে হাজিরা দিতে হবে। জিতেন্দ্র তিওয়ারীর আইনজীবী জানান, তাঁকে মার্চ মাসে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল পুলিশ। তিনি হাজিরা দিয়েছেন। কিন্তু কিছুই জিজ্ঞাসা করা হয়নি। এরপর রাজ্য সরকারের তরফে জিজ্ঞাসাবাদের জন্য আরও ২ সপ্তাহ সময় চাওয়া হয়। আগামী ১০ জুলাই সকাল ১১টা নাগাদ পূর্ব নির্ধারিত সময়ে জিতেন্দ্র এবং চৈতালিকে তদন্তকারী অফিসারের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

[আরও পড়ুন: জাতিহিংসায় অগ্নিগর্ভ মণিপুর, বিরেন সিং সরকারের কাছে ‘স্ট্যাটাস রিপোর্ট’ তলব সুপ্রিম কোর্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement