সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কন্নড় ভাষা নিয়ে বিতর্কিত মন্তব্যের জের। বেঙ্গালুরু-সহ কর্নাটকের বিভিন্ন জায়গায় অভিনেতা কমল হাসানের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখাল একাধিক কন্নড়পন্থী সংগঠন। নিঃশর্ত ক্ষমা চাওয়ার পাশাপাশি কমলের নতুন ছবি ‘থাগ লাইফ’ কর্নাটকে নিষিদ্ধ ঘোষণা করার দাবিও জানিয়েছে তারা। এই সংক্রান্ত বিভিন্ন ছবি এবং ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে (যদিও সেগুলির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)।
সম্প্রতি চেন্নাইয়ে একটি ছবির প্রচারে গিয়ে অভিনেতা দাবি করেন, কন্নড় ভাষার উৎপত্তি তামিল ভাষা থেকে। তাঁর এই মন্তব্যের পরই দক্ষিণী রাজ্যে ক্ষোভ এবং বিতর্কের সৃষ্টি হয়।কন্নড়পন্থী বিভিন্ন গোষ্ঠী এবং সাংস্কৃতিক কর্মীরা অভিনেতাকে তাঁর মন্তব্য প্রত্যাহার করে সরাসরি ক্ষমা চাওয়ার দাবি জানান। কর্নাটকের বিরোধী দলনেতা আর অশোকা বলেন, “কমল একজন মানসিক রোগী। আমি সরকারকে অনুরোধ করব যে কর্নাটকে তাঁর সমস্ত ছবি বয়কট করা হোক। না হলে তিনি মানসিক রোগীর মতোই আচরণ করতে থাকবেন।” কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেন, “কন্নড় ভাষার একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। এটি দুর্ভাগ্যের যে কমল তা জানেন না।।”
ক্রমে প্রতিবাদ আরও জোরালো হলে মুখ খোলেন কমল। কিন্তু ক্ষমা চাওয়াতো দূর, উলটে তিনি সাফ জানিয়ে দেন, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। অভিনেতা বলেন, "গভীর ভালোবাসা থেকে বলা কথার জন্য আমি ক্ষমা চাইতে প্রস্তুত নই। অমি মনে করি, রাজনীতিবিদরা ভাষা সংক্রান্ত বিষয়ে কথা বলার যোগ্য নন। এর মধ্যে আমিও পড়ি। আমার বক্তব্যের ভুল ব্যখ্যা করা হয়েছে।" তার এই বক্তব্যের পরই কন্নড়ভূমে প্রতিবাদের আগুন আরও চড়েছে।
