সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওয়ে হওয়া জঙ্গি হামলার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে দ্রুত। হামলার পরই জঙ্গিদের খুঁজে বের করে মারার হুঙ্কার দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। ইতিমধ্যেই পাকিস্তানের উপর কূটনৈতিক সার্জিক্যাল স্ট্রাইকও করেছে ভারত। এই অবস্থায় কর্নাটকের আবাসন ও সংখ্যালঘু মন্ত্রী জামিল আহমেদ খান জানালেন, তাঁর ইচ্ছা পহেলগাঁওয়ের বদলা নিতে আত্মঘাতী বোমা নিয়ে পাকিস্তানে গিয়ে হামলা করার! সেই সঙ্গেই তাঁর দাবি, তিনি প্রমাণ করে দিতে চান, এদেশের মুসলিমদের সঙ্গে পাকিস্তানের কোনওরকম যোগ নেই।
এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতাকে বলতে শোনা যায়, ''আমরা সকলেই ভারতীয়। আমাদের সঙ্গে পাকিস্তানের কোনওরকম সম্পর্ক নেই। যুদ্ধ হলে আমি প্রস্তুত। কেন্দ্র আমাকে মন্ত্রী হিসেবে পাঠাতেই পারে। আমি সেখানে যাব এবং আত্মঘাতী বোমা নিয়েই যাব। রসিকতা করছি না। যদি প্রয়োজন পড়ে মোদি, অমিত শাহ আমাকে আত্মঘাতী বোমা দেন, আমি আল্লা ও ঈশ্বরের শপথ করে বলছি শরীরে বোমা বেঁধে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করব।'' তাঁর এহেন বক্তব্য দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে।
প্রসঙ্গত, পহেলগাঁও হামলায় পাক যোগের বিষয়টি সামনে আসতেই মোদি-শাহ গর্জে উঠেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট ভাষা জানিয়ে দিয়েছেন, বেছে বেছে বদলা নেওয়া হবে। কেউ যদি ভাবে কাপুরুষের মতো হামলা চালিয়ে জিতে যাবে, তাহলে তাদের মনে রাখা দরকার এটা নরেন্দ্র মোদির ভারত। তাই একে একে প্রত্যেকের বিরুদ্ধে বদলা নেওয়া হবে। হুঙ্কার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। বিহারের মধুবনীতে সভা চলাকালীন তিনি বলেন, “বিশ্বের যে প্রান্তেই লুকিয়ে থাক জঙ্গিরা, তাদের খুঁজে বের করে মারবে ভারত। যারা সন্ত্রাসবাদীদের আশ্রয় দিচ্ছে, বা আড়াল থেকে মদত দিচ্ছে তারাও ছাড় পাবে না। ওদের যেটুকু জমি বাকি আছে, সেটুকুও গুঁড়িয়ে দেওয়া হবে।”
