সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেদারনাথ যাওয়ার পথে মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি। যার জেরে ব্যস্ত সড়কে জরুরি অবতরণ করতে গিয়ে দুর্ঘটনার কবলে হেলিকপ্টার। অবতরণের সময় একটি গাড়ির উপর আছড়ে পড়ে কপ্টারটি। গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও কপালজোরে রক্ষা পেয়েছেন কপ্টারে থাকা পুণ্যার্থীরা। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে।
জানা গিয়েছে, শুক্রবার হেলিকপ্টারটি বাদসু হেলিপ্যাড থেকে কেদারনাথের উদ্দেশে রওনা দিয়েছিল। উড়ানের সময় তাতে ছিলেন ৫ জন যাত্রী ও দুই পাইলট। আকাশে ওড়ার কিছুক্ষণ পরই হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সঙ্গে সঙ্গেই কপ্টারটি অবতরণ করানোর সিদ্ধান্ত নেন পাইলটরা। রুদ্রপ্রয়াগে গুপ্তকাশীর কাছে একটি ব্যস্ত সড়কে তড়িঘড়ি জরুরি অবতরণ করানো হয় কপ্টারটি। অবতরণের সময় হেলিকপ্টারটির পিছনের অংশ রাস্তায় পার্ক করা একটি গাড়ির উপর ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় হতাহতের ঘটনা না ঘটলেও হেলিকপ্টারটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
রুদ্ধশ্বাস এই ঘটনার ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। উল্লেখ্য, কেদারনাথ যাওয়ার পথে দুর্ঘটনার খবর এই প্রথমবার নয়। হতাহতের ঘটনা না ঘটলেও, বারবার হেলিকপ্টার দুর্ঘটনায় আতঙ্কিত যাত্রীরা। গত মাসেও কেদারনাথ ধামে অবতরণের সময় একটি হেলি-অ্যাম্বুলেন্স দুর্ঘটনার কবলে পড়েছিল। যদিও সেই ঘটনাতেও কোনও হতাহতের খবর ছিল না। কোনওক্রমে রক্ষা পেয়েছিলেন পাইলটরা।
