সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরলে হাড়হিম করা হত্যাকাণ্ড। মা, প্রেমিকা, ভাই, দিদা, মামা ও মামিকে খুন করে থানায় এসে আত্মসমর্পণ করলেন ২৩ বছরের এক যুবক! তিরুঅনন্তপুরমে একটি থানায় নিজেই খুনের কথা জানান ওই যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরিবারের যে ছয় জনের উপর হামলা চালান যুবক, তাদের মধ্যে পাঁচ জনেরই মৃত্যু হয়েছে। একমাত্র আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন মা। ঠিক কী ঘটেছে?
পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় বেশ কয়েক ঘণ্টা ধরে তিনটি আলাদা জায়গায় হত্যাকাণ্ডে চালানো হয়। গোটা বিষয়টি প্রকাশ্যে আসে অভিযুক্ত আফান থানায় এসে পুলিশের কাছে ঘটনার কথা জানানোর পরে। ইতিমধ্যে উদ্ধার হয়েছে ১৩ বছরের আহসান, দিদা সলমা বিবি, মামা লতিফ, মামি শিহাহা এবং প্রেমিকা ফারশানার দেহ। তিরুঅন্তপুরমের মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে আশঙ্কাজনক আরফানের মায়ের।
ময়নার তদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ। জিজ্ঞসাবাদ চলছে আরফানকে। কিছুটা সুস্থ হলেই তাঁর মায়ের বয়ানও নেওয়া হবে বলে জানা গিয়েছে। পারিবারিক বিবাদ স্পট হলেও ঠিক কেন প্রেমিকা-সহ গোটা পরিবারকে হত্যা করল এই যুবক তা এখনও পর্যন্ত পরিষ্কার নয় পুলিশের কাছে।
