shono
Advertisement
Kerala

বিমান দুর্ঘটনায় মৃত নার্সকে নিয়ে আপত্তিকর পোস্ট! বরখাস্ত কেরলের আমলা

নার্সকে উদ্দেশ্য করে কী মন্তব্য করেছিলেন ওই আধিকারিক?
Published By: Amit Kumar DasPosted: 09:13 PM Jun 13, 2025Updated: 09:13 PM Jun 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃত নার্সকে নিয়ে আপত্তিকর মন্তব্য কেরলের সরকারি আধিকারিকের। সোশাল মিডিয়ায় মৃত নার্সকে উদ্দেশ্য করে অপমানজনক মন্তব্যের জন্য বরখাস্ত করা হল কেরলের জুনিয়র রাজস্ব আধিকারিক এ পবিত্রনকে। বিষয়টি খোদ রাজস্বমন্ত্রীর নজরে আসতেই কড়া পদক্ষেপ করেন তিনি।

Advertisement

আহমেদাবাদের বিমান দুর্ঘটনা এক পলকে ওলট-পালট করে দিয়েছে সবকিছু। বৃহস্পতিবারের অভিশপ্ত দুপুর কেড়ে নিয়েছে ২৫০ জনের বেশি মানুষের প্রাণ। এই তালিকায় ছিলেন ৩৯ বছর বয়সি নার্স রঞ্জিতা জি নায়ার। তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর ওই নার্সের জাত উল্লেখ করে সোশাল মিডিয়ায় পবিত্রন লেখেন, 'কেরলের একজন নায়ার মহিলা মৃত্যু হয়েছে। তিনি অন্য একজনের সুযোগ নষ্ট করে এই চাকরি পেয়েছেন। এখন হাসপাতাল থেকে ছুটি নিয়ে লন্ডন যাচ্ছিলেন। তাঁর মৃত্যুতে কিছুই অনুভব করছি না। তবে সকলের জন্য সমবেদনা।' তাঁর এই পোস্ট সোশাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই বিতর্ক চরম আকার নেয়। বিষয়টি নজরে পড়ে রাজ্যের মন্ত্রীরও।

ওই আধিকারিকের এহেন মন্তব্যের পর ঘটনার পর কড়া পদক্ষেপ নেন কেরলের রাজস্বমন্ত্রী কে রাজন। সঙ্গে সঙ্গে বরখাস্ত করা হয় অভিযুক্ত আধিকারিককে। জানা গিয়েছে, ওই আধিকারিক সদ্য কেরলের রাজস্ব বিভাগে যোগ দিয়েছিলেন। কাসারগোড় জেলার ভেল্লারিকুন্ডুতে জুনিয়র সুপারিনটেনডেন্ট হিসেবে কর্মজীবন শুরু করেন। তাঁর মন্তব্যের প্রেক্ষিতে মন্ত্রী লিখেছেন, অভিযুক্ত ওই আধিকারিক অত্যন্ত ঘৃণ্য কাজ করেছেন। পোস্টটি নজরে আসার পরই ওই আধিকারিককে বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, কেরলের নায়ার সম্প্রদায় উচ্চ বর্ণের হিসেবে বিবেচিত হন। মৃত নার্স রঞ্জিতা ব্রিটেনে একজন নার্স হিসেবে কর্মরত। চারদিন আগে তিনি ভারতে আসেন কেরলে সরকারি চাকরির জন্য কাগজপত্র জমা দেওয়ার কাজে। এরপর ফিরে যাচ্ছিলেন ব্রিটেনে। উদ্দেশ্য ছিল সেখানকার চাকরি ছেড়ে পাকাপাকিভাবে কেরলের হাসপাতালে চাকরি শুরু করবেন। তবে ইংল্যান্ডে ফেরার আগেই দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃত নার্সকে নিয়ে আপত্তিকর মন্তব্য কেরলের সরকারি আধিকারিকের।
  • অপমানজনক মন্তব্যের জন্য বরখাস্ত করা হল কেরলের জুনিয়র রাজস্ব আধিকারিক এ পবিত্রনকে।
  • বিষয়টি খোদ রাজস্বমন্ত্রীর নজরে আসতেই কড়া পদক্ষেপ করেন তিনি।
Advertisement