shono
Advertisement
Share Market

ভোটগণনা শুরু হতেই বিরাট ধস শেয়ার বাজারে

২০০০ পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স সূচক।
Published By: Anwesha AdhikaryPosted: 09:32 AM Jun 04, 2024Updated: 12:35 PM Jun 04, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ শুরু হতেই বড়সড় ধস শেয়ার বাজারে। গণনা শুরু হতেই ব্যাপক লোকসান বম্বে স্টক এক্সচেঞ্জে। বাজার খুলতেই ২ হাজার পয়েন্টেরও বেশি পড়ে গেল সেনসেক্সের সূচক। ২ শতাংশ কমেছে নিফটিও। উল্লেখ্য, ভোটগণনার শুরুতে এনডিএর সঙ্গে হাড্ডাহাড্ডি টক্কর দিচ্ছে  ইন্ডিয়া জোট। সেই ইঙ্গিত মিলতেই ধস শেয়ার বাজারে। 

Advertisement

অষ্টাদশ লোকসভা নির্বাচন (Lok Sabha 2024) শেষ হয়েছে শনিবার। তার পর থেকেই প্রকাশ্যে এসেছে একের পর এক এক্সিট পোলের ফলাফল। সব এক্সিট পোলেই বিরাট ব্যবধানে এগিয়ে থেকে সরকার গড়ার দৌড়ে ছিল এনডিএ। 'ফির একবার মোদি সরকার' হওয়ার সম্ভাবনায় ঝড় ওঠে শেয়ার বাজারে। একলাফে ২ হাজার পয়েন্টেরও বেশি বেড়ে যায় সেনসেক্স। সর্বকালের সেরা সূচক ছুঁয়ে ফেলে। নজির গড়ে নিফটির সূচক। 

[আরও পড়ুন: ফের একবার মোদি সরকার! ৫০০ বছর আগে কী ভবিষ্যদ্বাণী করেছিলেন কালদ্রষ্টা নস্ট্রাদামুস?

কিন্তু মঙ্গলবার ভোটগণনা (Lok Sabha Election Result 2024) শুরু হতেই পালটে যায় ছবিটা। সকাল আটটা থেকে ভোটগণনা শুরু হতেই দেখা যায়, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ প্রার্থীদের সঙ্গে সেয়ানে সেয়ানে টক্কর দিচ্ছেন ইন্ডিয়া জোট। এমনকি বারাণসীতে পিছিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। বেশ কয়েকটি রাজ্যের এক্সিট পোলের তুলনায় অনেক বেশি আসন পেয়েছে ইন্ডিয়া জোটের প্রার্থীরা। 

ফলাফল প্রকাশ্যে আসতেই ধস নামে শেয়ার বাজারে (Share Market)। মঙ্গলবার সকালে বাজার খোলার পর থেকেই নিম্নমুখী সেনসেক্স। ২ হাজার ৮০০ পয়েন্টেরও বেশি পড়ে গিয়েছে সূচক। লোকসানের মুখে পড়েছে কোল ইন্ডিয়া, ওএনজিসির মতো অধিকাংশ পিএসইউ ক্ষেত্র। আদানি-সহ বেশ কয়েকটি বড় সংস্থার শেয়ারেও ধস। জানা গিয়েছে, সবমিলিয়ে অন্তত ৯ লক্ষ কোটি টাকা হারিয়েছেন বিনিয়োগকারীরা। বেলা সাড়ে এগারোটা নাগাদ চার হাজারেরও বেশি পড়ে যায় সেনসেক্সের সূচক। 

[আরও পড়ুন: বিরোধী ভোটকর্মীদের ‘গৃহবন্দি’ করা হচ্ছে! অখিলেশের টুইট ঘিরে শোরগোল

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ব এক্সিট পোলেই বিরাট ব্যবধানে এগিয়ে থেকে সরকার গড়ার দৌড়ে ছিল এনডিএ।
  • বিজেপির নেতৃত্বাধীন এনডিএ প্রার্থীদের সঙ্গে সেয়ানে সেয়ানে টক্কর দিচ্ছেন ইন্ডিয়া জোট। এমনকি বারাণসীতে পিছিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং।
  • সবমিলিয়ে অন্তত ৯ লক্ষ কোটি টাকা হারিয়েছেন বিনিয়োগকারীরা। 
Advertisement