shono
Advertisement
Madhya Pradesh

আমেরিকা নয়, রাষ্ট্রসংঘের নির্দেশে ভারত-পাক সংঘর্ষবিরতি! বিস্ফোরক দাবি বিজেপি বিধায়কের

তৃতীয় পক্ষের হস্তক্ষেপেই সংঘর্ষবিরতি, মানছেন বিজেপি বিধায়ক।
Published By: Gopi Krishna SamantaPosted: 03:57 PM May 18, 2025Updated: 03:57 PM May 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নয়, বরং রাষ্ট্রসংঘের অনুরোধেই পাকিস্তানের ওপর প্রত্যাঘাত বন্ধ করেছে ভারত।  ভারত-পাক সংঘাত আবহে বিস্ফোরক মন্তব্য বিজেপি বিধায়কের। শনিবার মধ্যপ্রদেশের পদ্ম বিধায়কের বক্তব্যে বিতর্ক তৈরি হয়েছে।

Advertisement

ভারত-পাক সংঘর্যবিরতিতে মধ্যস্থতার দাবি করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই দাবির পর নয়াদিল্লির তরফে স্পষ্ট করা হয়েছিল সংঘর্ষবিরতিতে তৃতীয়পক্ষের কোনও হাত নেই। পাকিস্তানের আবেদনের পর দু’দেশের ডিজিএমও-র মধ্যে বৈঠকের পরই সংঘর্ষবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে শনিবার একটি তেরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করে বিজেপি বিধায়ক জানান, রাষ্ট্রসংঘ সংঘর্ষবিরতির আবেদন না জানালে পাকিস্তান শেষ হয়ে যেত। তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী জানিয়েছিলেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পগদক্ষেপ নেওয়া হবে। সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়ার জন্য পাকিস্তানের খারাপ অবস্থা হত যদি না রাষ্ট্রসংঘ সংঘর্ষবিরতি বন্ধের আবেদন করত।”

বিধায়কের বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হতেই তিনি জানান, আবেগের বশবর্তী হয়ে এমন মন্তব্য করেছেন। তাছাড়া তাঁর বক্তব্যকে অন্যভাবে ব্যাখ্যা করা হয়েছে বলে সংবাদমাধ্যমকে দায়ী করেন। ভারতীয় সেনাবাহিনীর পরাক্রম নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, “পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে থাকা পাক মদতপুষ্ট জঙ্গিদের ৯টি স্থায়ী ঠিকানা ধ্বংস করেছে ভারতীয় সেনা। পাকিস্তান সংঘর্ষবিরতির জন্য অনুরোধ করে। তারপরেই ডিজিএমদের বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নয় বরং রাষ্ট্রসংঘের অনুরোধেই পাকিস্তানের ওপর প্রত্যাঘাত বন্ধ করেছে ভারত। 
  • ভারত-পাক সংঘাত আবহে বিস্ফোরক মন্তব্য বিজেপি বিধায়কের।
  • শনিবার মধ্যপ্রদেশের পদ্ম বিধায়কের বক্তব্যে বিতর্ক তৈরি হয়েছে।
Advertisement