shono
Advertisement

করোনার বলি আরও এক, দেশে মৃতের সংখ্যা বেড়ে ১৪

দেশে আক্রান্তের সংখ্যা ৬০০ ছাড়াল। The post করোনার বলি আরও এক, দেশে মৃতের সংখ্যা বেড়ে ১৪ appeared first on Sangbad Pratidin.
Posted: 09:02 PM Mar 25, 2020Updated: 09:04 PM Mar 25, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন শুরু হয়েছে। বুধবার ফের কোভিড ১৯ (COVID-19)এ আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হল। তিনি মধ্যপ্রদেশের বাসিন্দা। করোনায় আক্রান্ত হয়ে মধ্যপ্রদেশে এই প্রথম মৃত্যু হল। এদিন ইন্দোরের এক সরকারি হাসপাতালে মৃত্যু হয় ওই মহিলার(৬৫)। তাঁর বিদেশযাত্রার কোনও রেকর্ড নেই। প্রসঙ্গত, এদিন সকালে তামিলনাড়ুতেও একজনের মৃত্যু হয়েছিল।

Advertisement

এ প্রসঙ্গে ইন্দোরের ডিভিশনাল কমিশনার আকাশ ত্রিপাঠি জানিয়েছেন, উজ্জয়িনীর ওই মহিলার বিদেশযাত্রার কোনও রেকর্ড নেই। তিনি ভাইরাল ইনফেকশন নিয়ে উজ্জয়িনীতেই চিকিৎসাধীন ছিলেন। পরে তাঁকে ইন্দোরের একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার মৃত্যু হয় তাঁর। ফলে এই নিয়ে ভারতে করোনা সংক্রমণে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৪। এদিকে বিদেশযাত্রা না করেও একাধিক মানুষ আক্রান্ত হচ্ছেন। এই পরিসংখ্যান ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে। প্রশ্ন উঠছে, তাহলে এদেশে কি গোষ্ঠী সংক্রমণ দেখা দিল? এদিকে মধ্যপ্রদেশের নতুন করে পাঁচ করোনা আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। তাদের প্রত্যেকটি আইসোলেশন রেখে চিকিৎসা করা হচ্ছে।

[আরও পড়ুন: বাড়ল রেলের লকডাউনের সময়সীমা, ১৪ এপ্রিল পর্যন্ত মিলবে না পরিষেবা]

সংক্রমণ রুখতে গোটা দেশে লকডাউন চলছে। আগামী তিন সপ্তাহ এই লকডাউন আরও থাকবে বলে মঙ্গলবার রাতে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। প্রথমদিনে আইন ভেঙে মানুষজন বাইরে বেরচ্ছেন, নিজেদের সুরক্ষার ভাবনা উড়িয়ে। এই মুহূর্তে ভারতে মৃতের সংখ্যা ১৪। আক্রান্তের সংখ্যা ৬০০ পেরিয়ে গিয়েছে। এ রাজ্যে নতুন করে দু’জনের শরীরে COVID-19 জীবাণু পাওয়ায়, আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয়।  গোটা দেশে লকডাউনকে হাতিয়ার করে করোনার স্টেজ – থ্রি বা তৃতীয় পর্যায়ের সংক্রমণ আটকাতে মরিয়া  ভারত। অন্যদিকে, ইউরোপে করোনায় মৃতের সংখ্যা ১৬০০০ ছুঁয়েছে, যার মধ্যে ইটালিতে সর্বোচ্চ – ছ’হাজারের বেশি।

[আরও পড়ুন: করোনা মোকাবিলায় রাজ্যের সব মদের দোকান বন্ধের নির্দেশ কেরলে]

The post করোনার বলি আরও এক, দেশে মৃতের সংখ্যা বেড়ে ১৪ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement