shono
Advertisement
Maharashtra

উনিশেই প্রেমিকাকে বিয়ে করতে চান, পরিবার ২১ অবধি অপেক্ষা করতে বলায় 'আত্মঘাতী' তরুণ

তদন্ত শুরু করেছে পুলিশ।
Published By: Subhankar PatraPosted: 03:32 PM Dec 02, 2025Updated: 06:25 PM Dec 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের বয়স হয়নি। ২১ বছরের আগে বিয়ে দিতে রাজি ছিল না পরিবার। আরও দু'টি বছর অপেক্ষা করতে বলেছিল বাবা-মা। তা মানতে না পেরে আত্মহত্যা করল ১৯-য়ের তরুণ। ঘটনায় হতবাক পরিবারের সদস্যরা।

Advertisement

ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের মহারাষ্ট্রের (Maharashtra) থানের ডোম্বিভলিতে। সিলিং থেকে তরুণকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পরিবার। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত যুবক আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা। ওই রাজ্যের বাসিন্দা এক তরুণীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। বাড়িতে সেই কথা জানিয়ে, প্রেমিকাকে বিয়ের করার কথা জানান তিনি। কিন্তু আইন অনুযায়ী, তরুণের বিয়ের বয়স না হওয়ায় তাঁর বিয়ে দিতে রাজ হয়নি পরিবার। আরও দুই বছর তাঁকে অপেক্ষার কথা বলেন তাঁর বাবা-মা। পরিবারের এই সিদ্ধান্তের পর থেকেই মনমরা থাকতেন তরুণ। অবশেষে সে আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, পরিবারের সিদ্ধান্তের পর থেক মনমরা হয়েছিলেন তরুণ। তারপর আত্মহত্যা করেছেন বলে অনুমান। দেহ ময়ানতদন্তে পাঠানো হয়েছে। তারপরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। তদন্ত শুরু হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিয়ের বয়স হয়নি। ২১ বছরের আগে বিয়ে দিতে রাজি ছিল না পরিবার।
  • আরও দু'টি বছর অপেক্ষা করতে বলেছিল বাবা-মা। তা মানতে না পেরে আত্মহত্যা করল ১৯-য়ের তরুণ!
  • ঘটনায় হতবাক পরিবারের সদস্যরা।
Advertisement