shono
Advertisement

Breaking News

Andhra Pradesh

প্রেম করবে কেন? মেয়েকে খুন করে গাছে ঝুলিয়ে জ্বালিয়ে দিলেন বাবা!

বাবার আপত্তি সত্ত্বেও যুবকের সঙ্গে প্রেম ভাঙেননি তরুণী।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 05:04 PM Mar 06, 2025Updated: 05:12 PM Mar 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কষ্ট করে মেয়েকে পড়াশোনা শেখাচ্ছিলেন। সন্তানকে নিয়ে দু'চোখে অনেক স্বপ্ন ছিল। কিন্তু মেয়ে তাঁর কথা শোনেনি। প্রেমিকের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিল। যা মেনে নিতে পারেননি বাবা। তাই মেয়েকে গলায় ফাঁস লাগিয়ে গাছে ঝুলিয়ে খুন করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। শুধু তাই নয়, খুন করার পর মেয়ের দেহ পেট্রোল ঢেলে জ্বালিয়েও দেন! ইতিমধ্যে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

Advertisement

জানা গিয়েছে, এই ঘটনা অন্ধ্রপ্রদেশের গুন্টাকালের। ধৃত ব্যক্তির নাম টি রমনজনেইলু। গত ১ মার্চ তিনি তাঁর কুড়ি বছরের মেয়ে ভারতীকে খুন করেন বলে অভিযোগ। গতকাল বুধবার রমনজনেইলু গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের চার মেয়ে। যার মধ্যে ছোট ছিল ভারতী। অর্থের অভাবে বাকি তিন মেয়েকে পড়াশোনা করাতে পারেননি তিনি। কিন্তু ছোট মেয়েকে পড়াশোনা করিয়েছেন। দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল ভারতী। গত ৫ বছর ধরে সে এক যুবকের সঙ্গে সম্পর্কে ছিল।

পুলিশের দাবি, জেরায় অভিযুক্ত জানিয়েছে, দু'জনের সম্পর্কের কথা জানাজানি হতেই দুই পরিবারই ঘোর আপত্তি জানায়। তিনি মেয়েকে সম্পর্ক ভেঙে দিতে বলেন। কিন্তু ভারতী নিজের সিদ্ধান্তে অনড় ছিল। প্রেমিকের জন্য মায়ের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিল। প্রেম নিয়ে বেশি কিছু বললে আত্মহত্যার হুমকি দিত। তাই এই চরম পথ বেছে নিতে বাধ্য হন তিনি। ১ মার্চ মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেশ অনেকটা দূরে অনন্তপুরে নিয়ে যান। সেখানকার এক নির্জন জায়গায় মেয়ের গলায় ফাঁস লাগিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে দেন। তারপর মেয়ের দেহ পেট্রেল ঢেলে পুড়িয়েও দেন। এই নৃশংস ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জানা গিয়েছে, এই ঘটনা অন্ধ্রপ্রদেশের গুন্টাকালের। ধৃত ব্যক্তির নাম টি রমনজনেইলু।
  • গত ১ মার্চ তিনি তাঁর কুড়ি বছরের মেয়ে ভারতীকে খুন করেন বলে অভিযোগ।
  • গতকাল বুধবার রমনজনেইলু গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের চার মেয়ে। যার মধ্যে ছোট ছিল ভারতী।
Advertisement