সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসদের শীতকালীন অধিবেশনে রাঘব চাড্ডা দাবি জানিয়েছিলেন ১০ মিনিটের ডেলিভারি সার্ভিস বন্ধ করার। এবার সেই আপ সাংসদ নিজের বাড়িতেই আমন্ত্রণ জানালেন এক গিগ কর্মী। ব্লিঙ্কিটের ডেলিভারি এগজিকিউটিভ সেই তরুণ সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন ভিডিওটি।
জানা গিয়েছে, ওই তরুণটির নাম থাপিয়ালজি। তিনি উত্তরাখণ্ডের বাসিন্দা। তাঁকে দ্বিপ্রাহরিক আহারে আমন্ত্রণ জানিয়েছিলেন রাঘব। ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওয় রাঘবকে 'উষ্ণ ব্যক্তি' বলে দাবি করেন থাপিয়ালজি। দু'জনের মধ্যে হওয়া কথোপকথনে উঠে এসেছে গিগ কর্মীদের দীর্ঘ কাজের সময়, কম আয়, অ্যালগরিদম-নিভ্র টার্গেট, নিরাপত্তার অভাবের মতো নানা সমস্যার কথা। এত কথা সাংসদের সঙ্গে বলতে পেরে আপ্লুত থাপিয়ালজি। চাড্ডা তাঁকে জানিয়েছেন, শ্রমিকদের মর্যাদা ও কল্যাণের বিনিময়ে ভারতের গিগ অর্থনীতি গড়ে তোলা যাবে না। তিনি ফের একই দাবি তুলবেন বলে প্রতিশ্রুতিও দিয়েছেন।
মাত্র কয়েকদিন আগে শীতকালীন অধিবেশন চলাকালীন রাজ্যসভায় গিগ কর্মীদের নিয়ে বক্তব্য রাখেন রাঘব। তাঁকে বলতে শোনা যায়, ''ওঁরা রোবট নন। তাঁরাও কারও বাবা, কারও স্বামী অথবা ভাই কিংবা ছেলে। দশ মিনিটে ডেলিভারির এই অমানবিকতা বন্ধ করতে হবে।'' তাঁদের কোন কোন প্রতিকূলতার সম্মুখীন হতে হয়, সেটাও তুলে ধরেন তিনি।
প্রসঙ্গত, বছরের শেষ দিন দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন আমাজন, সুইগি, জোমাটো, জেপ্টো, ফ্লিপকার্ট, ব্লিঙ্কিটের মতো ডেলিভারি অ্যাপের কর্মীরা। তাঁদের দাবির মধ্যে অন্যতম কম মজুরি। এছাড়াও রয়েছে ‘কুইক সার্ভিস’ নিয়ে আপত্তি। তাঁদের দাবি, মিনিট দশেকের মধ্যে পণ্য পৌঁছে দেওয়ার দ্রুততায় বহু সময় প্রাণ হারান কর্মীরা। আবার ডেলিভারি দিতে একটু দেরি হলেই দিতে হয় কড়া জরিমানা। একই সঙ্গে দীর্ঘ সময় ধরে কাজ, নিরাপত্তাহীন কাজের পরিবেশ, সামাজিক সুরক্ষার অভাবের মতো বিষয়ও রয়েছে। এর আগে বড়দিনও বনধ ডাকা হয়েছিল। তবে বড়দিনের চেয়ে ৩১ ডিসেম্বরে ধর্মঘট আরও বড় চেহারা নেবে বলে মনে করা হচ্ছে।
