shono
Advertisement
Mother Dairy

দুধের দাম বাড়াল মাদার ডেয়ারি, ফের মধ্যবিত্তের পকেটে ছ্যাঁকা!

নতুন দাম কত হল?
Published By: Subhodeep MullickPosted: 01:19 PM Apr 30, 2025Updated: 01:19 PM Apr 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মধ্যবিত্তের পকেটে ছ্যাঁকা! বাড়ল দুধের দাম। লিটার প্রতি ২ টাকা করে মূল্যবৃদ্ধির কথা ঘোষণা করল মাদার ডেয়ারি। বুধবার থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি। তবে আপাতত দিল্লি-এনসিআর, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং উত্তরাখণ্ডের বাজারে বর্ধিত মূল্যে বিক্রি হবে মাদার ডেয়ারি দুধ।

Advertisement

কিন্তু কী কারণে বৃদ্ধি করা হল দাম? এ প্রসঙ্গে মাদার ডেয়ারির এক মুখপাত্র বলেন, “গত কয়েক মাসে প্রতি লিটারে ৪-৫ টাকা করে বৃদ্ধি পেয়েছে উৎপাদন খরচ। মূলত গরম এবং তাপপ্রবাহের জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে দাম বেড়েছে দুধের।”

নতুন দাম কত হল? জানা যাচ্ছে, টোনড দুধের দাম (বাল্ক ভেনডেড) প্রতি লিটারে ৫৪ থেকে বেড়ে হলো ৫৬ টাকা। ফুল ক্রিম দুধের দাম (প্যাকেটজাত) ৬৮ টাকা থেকে বৃদ্ধি পেয়ে হল ৬৯ টাকা। টোনড দুধের (প্যাকেটজাত) নতুন দাম হল ৫৭ টাকা। অন্যদিকে, ডাবল টোনড দুধের (প্যাকেটজাত) দাম প্রতি লিটারে ৪৯ টাকা থেকে বাড়িয়ে ৫১ টাকা করা হয়েছে। ‘কাউ মিল্ক’ দুধের দাম প্রতি লিটার ৫৭ টাকা থেকে বেড়ে হল ৫৯ টাকা।

উল্লেখ্য, শুধুমাত্র দিল্লি-এনসিআরের বাজারেই সব মিলিয়ে প্রতিদিন প্রায় ৩৫ লক্ষ লিটার দুধ বিক্রি করে মাদার ডেয়ারি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের মধ্যবিত্তের পকেটে ছ্যাঁকা!
  • বাড়ল দুধের দাম। 
  • লিটার প্রতি ২ টাকা করে মূল্য বৃদ্ধি করার কথা ঘোষণা করল মাদার ডেয়ারি।
Advertisement