shono
Advertisement

আদিবাসী যুবকের মুখে প্রস্রাব ‘বিজেপি কর্মী’র, পা ধুইয়ে ক্ষমা চাইলেন খোদ মুখ্যমন্ত্রী

সাধারণ মানুষই আমার ঈশ্বর, মত শিবরাজের।
Posted: 12:04 PM Jul 06, 2023Updated: 12:05 PM Jul 06, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদিবাসী যুবকের পা ধুইয়ে দিলেন মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ক্ষমাও চাইলেন আদিবাসী যুবকের কাছে। জনতাকে ‘ভগবান’ আখ্যা দিয়ে শিবরাজের (Shivraj Singh Chouhan) দাবি, আদিবাসী যুবকের যন্ত্রণা ভাগ করে নিতে চেয়েছেন তিনি। আদিবাসী যুবকের মুখে প্রস্রাব করছেন ‘বিজেপি কর্মী’ (BJP), সেই ভিডিও ভাইরাল হওয়ার পরেই অস্বস্তিতে পড়েছে মধ্যপ্রদেশের গেরুয়া শিবির। ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার তিনদিন পরে অভিনব উপায়ে ক্ষমাপ্রার্থনা শিবরাজের।

Advertisement

বৃহস্পতিবার সকালে ভোপালে মুখ্যমন্ত্রীর বাসভবনে ডেকে পাঠানো হয় আদিবাসী যুবক দাষ্মান্ত রাভেকে। সেখানেই চেয়ারে বসিয়ে যুবকের পা ধুইয়ে দেন মুখ্যমন্ত্রী। যুবকের পা ধোয়ানোর ছবি টুইট করেন শিবরাজ। ক্ষমাপ্রার্থনা করে বিজেপি নেতা বলেন, “আমি খুবই দুঃখিত। দাষ্মান্তজির পা ধুইয়ে তাঁর যন্ত্রণা ভাগ করার চেষ্টা করেছি। সেই সঙ্গে ক্ষমাও চাইছি তাঁর কাছে। কারণ সাধারণ মানুষই আমার কাছে ঈশ্বর।” জানা গিয়েছে, দাষ্মান্তকে সঙ্গে নিয়ে ভোপালের একটি পার্কে বৃক্ষরোপণও করেন শিবরাজ।

[আরও পড়ুন: রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ, নীতীশের NDA প্রত্যাবর্তনের জল্পনা, ‘খাপ্পা’ চিরাগ পাসওয়ান]

ইতিমধ্যেই দুষ্মান্তের মুখে প্রস্রাব করার অভিযোগে জাতীয় সুরক্ষা আইনে গ্রেপ্তার করা হয়েছে প্রবেশ শুক্লা নামে এক বিজেপি কর্মীকে। তারপরেই প্রবেশের বাড়ি ভেঙে দেওয়ার নির্দেশ দেয় প্রশাসন। মধ্যপ্রদেশ সরকারের তরফে বলা হয়, বেআইনি নির্মাণ রয়েছে ওই বিজেপি কর্মীর বাড়িতে। তবে সরকারি আধিকারিকরা বুলডোজার নিয়ে প্রবেশের বাড়িতে পৌঁছলে তীব্র প্রতিবাদ করেন তাঁর পরিবারের সদস্যরা। 

প্রবেশের বোন সাফ জানান, “একটা পুরনো ভিডিও নতুন করে প্রকাশ করা হচ্ছে, কারণ সামনেই নির্বাচন।” অভিযুক্ত নেতার বাবার দাবি, “আমার ছেলে কোনওভাবেই এটা করতে পারে না। আসলে ওকে ফাঁসাতে ষড়যন্ত্র চলছে। ভিডিওটা দেখে আমাদেরও খুব খারাপ লেগেছিল।” তবে পরিবারের কথাতেও চিঁড়ে ভেজেনি। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় প্রবেশের বাড়ি। তারপরের দিনই আদিবাসী যুবকের পা ধুইয়ে দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী।

[আরও পড়ুন: খলিস্তানিরা ‘বিষাক্ত সাপ’, মন্তব্য কানাডার ভারতীয় বংশোদ্ভূত সাংসদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement