shono
Advertisement
Eknath Shinde

'বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে একনাথ শিণ্ডের গাড়ি', মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীকে হত্যার হুমকি

হুমকি ফোন পেয়েই নিরাপত্তা বাড়াল পুলিশ।
Published By: Kishore GhoshPosted: 03:52 PM Feb 20, 2025Updated: 04:22 PM Feb 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকে প্রাণে মারার হুমকি। বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের বেশ কিছু থানায় ফোনে এবং ইমেল হুমকি দেওয়া হয়, শিণ্ডের গাড়ি উড়িয়ে দেওয়া হবে। হুমকি ফোন পাওয়ার পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর বাড়ি ও দপ্তরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। শুরু হয়েছে তদন্ত।

Advertisement

মুম্বই পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে গোরেগাঁও, জেজে মার্গ থানা এবং রাজ্যর সরকারের সদর দপ্তরের কন্ট্রোল রুমে ফোন আসে। এছাড়া ই-মেলেও হুমকি দেওয়া হয়, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের গাড়ি উড়িয়ে দেওয়া হবে। এর পর নিরাপত্তা বাড়ানো হয় শিণ্ডের। তাঁর দপ্তর এবং বাসভবনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ইতিমধ্যে পুলিশের তরফে জানানো হয়েছে, থানায় ফোন করে এবং ইমেলে 'ভুয়ো' হুমকি দেওয়া হয়েছিল। এর পরেও অবশ্য নিরাপত্তায় ফাঁক রাখা হচ্ছে না।

এর আগে একাধিক বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এছাড়াও গত এক বছরে রাজধানী দিল্লি-সহ দেশের একাধিক শহরের স্কুল বোমাতঙ্ক ছাড়ায় 'ভুয়ো' হুমকি ফোনে। তবে লাগাতার বোমাতঙ্কে জেরবার অবস্থা হয় বিমান ও বিমানবন্দরে। প্রায় শ-পাঁচেক বিমানে ভুয়ো বোমাতঙ্ক ছড়ানো হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এর আগে একাধিক বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
  • হুমকি ফোন পাওয়ার পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর বাড়ি ও দপ্তরের নিরাপত্তা বাড়ানো হয়েছে।
Advertisement