সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় চার দশক। মানসিক ভারসাম্যহীন ছেলেকে আগলে রেখেছিলেন মা। সেই 'যুদ্ধ' শেষ হয়ে যায় সন্তানের মৃত্যুতে। এতদিনের লড়াই শেষে এই পরিণতি আর মানতে পারেননি মহিলা। কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনিও। মা ও ছেলের শেষযাত্রা হল একসঙ্গে। এমনই মর্মান্তিক এক ঘটনার সাক্ষী থাকল মহারাষ্ট্রের নাসিক।
জানা গিয়েছে, মুকেশ নামের ওই তরুণ জন্ম থেকেই অসুস্থ। কথা বলতে পারতেন না ভালো করে। এমনকী, অন্যের কতা বুঝে সংযোগ স্থাপনেও ছিল বিরাট সমস্যা। এক্ষেত্রে তাঁর একমাত্র ভরসা ছিলেন মা সাকুবাই-ই। তবু যতদিন মুকেশের বাবা ছিলেন, ততদিন পরিস্থিতি একরকম ছিল। কিন্তু তাঁর প্রয়াণের পর মানসিক ভারসাম্যহীন মুকেশের এই পৃথিবীতে ছিলেন কেবলমাত্র মা-ই।
অন্যদিকে সাকুবাইয়ের জীবনও পাক খাচ্ছিল। কিন্তু শুক্রবার মুকেশ মারা যাওয়ার পর তিনি চূড়ান্ত ভেঙে পড়েন। এতদিন যাকে আঁকড়ে বেঁচেছিলেন, তাঁর মৃত্যুর পর কীভাবে বাঁচবেন, যেন সেটাই স্থির করতে পারছিলেন না। আর এই অসহায়, ভগ্ন হৃদয়ের যন্ত্রণাই হয়ে ওঠে তাঁর মৃত্যুর কারণ। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই দুজনের মৃত্যুতে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অবশেষে দুজনের শেষকৃত্য হয় একসঙ্গে। জীবন তাদের একসঙ্গে জুড়ে রেখেছিল। মৃত্যুও তাদের মিলিয়ে দিল শেষ মুহূর্তে।
