shono
Advertisement
DA case

ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডিএ মামলা শুনানি, হতাশ রাজ্য সরকারি কর্মচারীরা

পরবর্তী শুনানি কবে?
Published By: Paramita PaulPosted: 11:12 AM May 07, 2025Updated: 01:19 PM May 07, 2025

সোমনাথ রায়, নয়াদিল্লি: ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল রাজ্য় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা বা ডিএ মামলার শুনানি। পরবর্তী শুনানি ১৪ মে। স্বাভাবিকভাবেই শুনানি পিছিয়ে যাওয়ায় হতাশ কর্মীরা। 

Advertisement

এদিন বিচারপতি বিক্রম নাথের বেঞ্চে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি জানান অন্য একটি মামলায় তাঁর থাকা অত্যন্ত দরকারি। তাই এদিনের শুনানি পিছিয়ে দেওয়া হোক। জুলাই মাসে শুনানি করার দাবি জানান। এই আবেদনের তীব্র বিরোধিতা করেন আন্দোলনকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাঁর দাবি, এনিয়ে ১৬ বার শুনানি পিছিয়েছে। দু'পক্ষের সওয়াল-জবাব শোনার পর ১৪ মে পর্যন্ত পিছিয়ে দেওয়া হয় শুনানি।

উল্লেখ্য, কেন্দ্রীয় হারে বর্ধিত ডিএ -র (DA) সমতুল হারে ডিএ পাওয়ার দাবিতে রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের আন্দোলন চলছে। তা এবার শীর্ষ আদালতের বিচারাধীন। তবে বারবারই সুপ্রিম কোর্টে মামলা পিছিয়ে যাচ্ছে। আর তার জেরে দিশাহীন হয়ে বারবারই হতাশ হতে হচ্ছে আবেদনকারীদের। এদিন ফের হতাশ হলেন তাঁরা। 

গত জুলাই মাসে ডিএ নিয়ে  কলকাতার হাই কোর্টের (Calcutta HC) রায়ের বিরুদ্ধে রাজ্যের করা মামলা নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে সুপ্রিম কোর্টে। সেই নভেম্বরে স্পেশ্যাল লিভ পিটিশন (SLP) দায়ের হলেও মামলার চূড়ান্ত শুনানি এ পর্যন্ত হয়নি। প্রথম শুনানিতেই মামলা থেকে নিজেকে সরিয়ে নেন বিচারপতি দীপঙ্কর দত্ত। ফলে মামলায় নতুন বেঞ্চ গঠন করতে হয়। এরপর একাধিকবার মামলার বেঞ্চ বদল হয়।বুধবারও মামলার নতুন করে শুনানি হওয়ার কথা ছিল। সেটাও হল না। ফলে হতাশ রাজ্য সরকারি কর্মচারীরা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল রাজ্য় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা বা ডিএ মামলার শুনানি।
  • পরবর্তী শুনানি ১৪ মে। 
  • কেন্দ্রীয় হারে বর্ধিত ডিএ -র (DA) সমতুল হারে ডিএ পাওয়ার দাবিতে রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের আন্দোলন চলছে।
Advertisement