shono
Advertisement

দাউদের হিট লিস্টে রাজনীতিবিদ থেকে শিল্পপতি, ‘ডি-কোম্পানি’নিয়ে চাঞ্চল্যকর তথ্য এনআইএ-র

নতুন করে ভারতের একাধিক শহরে হামলার ছক দাউদের!
Posted: 01:11 PM Feb 19, 2022Updated: 01:32 PM Feb 19, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণের মূল চক্রী দাউদ ইব্রাহিমকে (Dawood Ibrahim) বাগে আনতে নতুন করে পদক্ষেপ করেছে ভারত। দাউদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা রুজু করে তদন্তে নেমেছে দেশের কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী NIA। এনআইয়ের তদন্তে এবার উঠে এল চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রে সম্প্রতি একটি বিশেষ বাহিনী গড়ে ফেলেছে ‘আন্ডারওয়ার্ল্ড ডন’। ওই বাহিনী ভারতের বিভিন্ন শহরে নাশকতার ছক কষছে। এইসঙ্গে একটি হিট লিস্ট তৈরি করা হয়েছে, অদূর ভবিষ্যতে যাঁদের বিরুদ্ধে হামলা হতে পারে। ওই হিট লিস্টে রয়েছে দেশের প্রথমসারির রাজনীতিবিদ ও শিল্পপতির নাম।

Advertisement

সম্প্রতি দাউদ ও তার ডি-কোম্পানির বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্তে নেমেছেন ভারতীয় গোয়েন্দারা। ওই এফআইআর সূত্রে উঠে এসেছে বিস্ফোরক তথ্য। জানা গিয়েছে, নতুন করে ভারতের একাধিক শহরে নাশকতার পরিকল্পনা করেছে দাউদ। যেখানে প্রাণঘাতী বিস্ফোরক ও অস্ত্রের ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে। গোয়েন্দারা জানিয়েছেন দিল্লি ও মুম্বইয়ে হামলার সম্ভাবনা সবচেয়ে বেশি। পাশাপাশি হিট লিস্ট ধরে দেশের প্রথমসারির রাজনীতিবিদ ও শিল্পপতিদের উপর হামলার ছক কষছে দাউদের বিশেষ বাহিনী। যদিও ওই হিট লিস্টে কাদের নাম রয়েছে তা জানায়নি এনআইএ।

[আরও পড়ুন: লক্ষ্য চব্বিশের লোকসভা ভোট, তৃণমূলের কর্মসমিতির পরবর্তী বৈঠক হবে দিল্লিতে]

উল্লেখ্য, ক’দিন আগেই অর্থপাচারের অভিযোগে মুম্বইয়ে দাউদ ঘনিষ্ঠদের একাধিক ডেরায় অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অর্থপাচার সংক্রান্ত অভিযোগে দাউদের বোন হাসিনা পার্কারের বাড়িতেও হানা দেয় গোয়েন্দারা। এছাড়াও অর্থপাচারের অভিযোগে দাউদের ভাই ইকবাল কাসকর-সহ বেশ কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় সংস্থা। ইতিমধ্যে ইকবালকে হেফাজতে নিয়েছে ইডি। এছাড়াও মহারাষ্ট্রের এক রাজনীতিবিদও ইডির নজরে রয়েছেন। তিনিও অর্থপাচারের সঙ্গে যুক্ত বলে মনে করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

[আরও পড়ুন: গরু পাচার কাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হককে গ্রেপ্তার করল ইডি]

প্রসঙ্গত, ১৯৯৩ সালের ১২ মার্চ ধারাবাহিক বিস্ফোরণ হয় মুম্বই শহরে। মোট ১৩ টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। যাতে মৃত্যু হয় ২৫৭ জনের, আহত হন ৭১৩ জন। এই বিস্ফোরণের মূলচক্রী ছিলেন দাউদ ইব্রাহিম। সেই অর্থে এটাই দেশের প্রথম জঙ্গি হামলার ঘটনা, যা স্তম্ভিত করে দিয়েছিল গোটা দেশকে। এরপর থেকেই ‘ব্ল্যাক ফ্রাইডে’র মূল চক্রী টাইগার মেনন ও দাউদ-সহ বাকি অভিযুক্তদের ধরতে বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ভারত। যদিও সম্প্রতি বড় সাফল্য পেয়েছেন গোয়েন্দারা। মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত দাউদ ঘনিষ্ঠ আবু বকরকে (Abu Bakar) গ্রেপ্তার করেছে ভারতীয় গোয়েন্দারা। সংযুক্ত আরব আমিরশাহি থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement