shono
Advertisement

‘তিন তালাক শাস্তিযোগ্য অপরাধ’, মুসলিম মহিলার দাবি মেনে মন্তব্য সুপ্রিম কোর্টের

উত্তরাখণ্ড হাই কোর্টের রায় খারিজ করল শীর্ষ আদালত।
Posted: 10:24 AM Sep 07, 2023Updated: 10:46 AM Sep 07, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৯ সালের মুসলিম মহিলা আইন অনুযায়ী তিন তালাক (Triple Talaq) শাস্তিযোগ্য অপরাধ। ওই আইনের ভিত্তিতে এক মুসলিম মহিলার করা মামলায় উত্তরাখণ্ড হাই কোর্টের (Uttarakhand High Court) রায় খারিজ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বিচারপতিরা সাফ জানালেন, তিন তালাক এখন শাস্তিযোগ্য অপরাধ। উল্লেখ্য, মহিলা স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা তৎসহ তিন তালাক দেওয়ার অভিযোগ এনেছিলেন। মহিলার অভিযোগের ভিত্তিতে হাই কোর্টকে বিচার প্রক্রিয়া চালানোর নির্দেশ দিল শীর্ষ আদালত।

Advertisement

সুপ্রিম কোর্টে মামলাটি ওঠে বিচারপতি এস রবীন্দ্র ভট্ট এবং বিচারপতি অরবিন্দ কুমারের ডিভিশন বেঞ্চে। মামলাকারী মহিলা অভিযোগ করেন, তিনি গার্হস্থ্য হিংসার শিকার হয়েছেন। স্বামী অন্য মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন। তাঁর উপর শারীরিক নির্যাতনের পর তিন বার ‘তালাক’ শব্দ উচ্চারণ করে বিবাহ বাতিলের চেষ্টা করেছেন। যদিও উত্তরাখণ্ড হাই কোর্ট মহিলার দায়ের করা মামলা খারিজ করে দিয়েছিল। এর পরেই শীর্ষ আদালতের দ্বারস্থ হন ওই মহিলা।

[আরও পড়ুন: মেক ইন ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া…, মোদির একাধিক প্রকল্পেই রয়েছে India]

এর পরই স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ, তিন তালাকের অভিযোগ এবং পুলিশের চার্জশিটের ভিত্তিতে উত্তরাখণ্ড হাই কোর্টের রায় খারিজ করেন বিচারপতি এস রবীন্দ্র ভট্ট এবং বিচারপতি অরবিন্দ কুমারের ডিভিশন বেঞ্চ। বিচারপতিরা সাফ জানান, ২০১৯ সালের মুসলিম মহিলা আইন অনুযায়ী তিন তালাক এখন শাস্তিযোগ্য অপরাধ। ফলে মহিলাকে ন্যায় দিতে তাঁর স্বামীর বিরুদ্ধে বিচারপক্রিয়া চালাতেই হবে। উল্লেখ্য, ‘তিন তালাক’-এর জন্য সর্বোচ্চ তিন বছর পর্যন্ত জেলের সাজা হতে পারে অভিযুক্তের।

[আরও পড়ুন: সম্মেলনের প্রস্তুতি তুঙ্গে, ‘জি-২০ ইন্ডিয়া’ নামে নয়া অ্যাপ আনল কেন্দ্র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement