সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের হিংসা কাশ্মীরে। ফের প্রাণ গেল এক অমুসলিমের। মঙ্গলবার মদের দোকানে গ্রেনেড হামলায় প্রাণ হারিয়েছিলেন জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) বারামুলা এলাকার বাসিন্দা রঞ্জিত সিং। তাঁর হত্যাকারীদের ধরার দাবিতে হাইওয়ে আটকে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। রাজৌরি এলাকায় প্রায় একশো জন গ্রামবাসী বিক্ষোভ দেখিয়েছেন বলে জানিয়েছেন আধিকারিকরা।
মৃত রঞ্জিত সিংয়ের কন্যা বলেছেন, “আমার বাবার হত্যাকারীদের শাস্তি চাই। আমাদের পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি। এবার আমাদের কী হবে? আজ আমার বাবার সঙ্গে এমন হয়েছে। কাল অন্য কারওর সঙ্গেও হতে পারে। আমরা চার বোন। আমাদের একটি ছোট ভাই আছে। এর বিচার চাই আমরা।”
[আরও পড়ুন:কুতুব মিনার তৈরি করেন রাজা বিক্রমাদিত্য, চাঞ্চল্যকর দাবি পুরাতত্ত্ব বিভাগের প্রাক্তন আধিকারিকের]
জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে, বারামুলার দেবন বাগ এলাকায় কিছুদিন আগেই একটি মদের দোকান খোলা হয়েছিল। সেখানেই গ্রেনেড বিস্ফোরণে আহত হন রঞ্জিত। বাইকে চেপে দু’জন আততায়ী আসে। তাদের মধ্যে বোরখা পরিহিত একজন দোকানের জানলার কাছে এসে গ্রেনেড ফেলে দিয়ে পালিয়ে যায়। তারপরেই দোকানের মধ্যে বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণে আহত হন দোকানের চার জন কর্মচারী। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলেও রঞ্জিত সিং ঘটনাস্থলেই প্রাণ হারান। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল আপাতত ঘিরে রাখা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত কাশ্মীর। কিছুদিন আগেই সরকারি অফিসে ঢুকে রাহুল ভাট নামে এক কাশ্মীরি পণ্ডিতকে হত্যা করে জঙ্গিরা। তারপরেই নিজের বাড়িতে গুলিবিদ্ধ হয়ে মারা যান কাশ্মীর পুলিশের এক কনস্টেবল। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ফের জঙ্গি (Terrorist Attack) হানার কবলে কাশ্মীর। মদের দোকানে হামলার পরে অনেকেই আশঙ্কা করছেন, তবে কি জঙ্গিদের নয়া টার্গেট এবার মদের দোকান?